কলকাতা

দুর্নীতির অভিযোগ পেয়েও পদক্ষেপ না করায় মথুরাপুর থানার ওসিকে শো’কজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার দুর্নীতির অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ না করায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার ওসিকে শো’কজ করল কলকাতা হাইকোর্ট।
মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তাঁর স্ত্রী শিলি হালদারের (তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও এফআইআর দায়ের না হওয়ায় মথুরাপুর থানার ওসিকে শো’কজ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্ত রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘ভূপতিনগরের সময়ে অনুসন্ধান না করে শুধু অভিযুক্তের স্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে ফেললেন, আর এক্ষেত্রে গুরুতর অভিযোগ থাকার পরও কেন এফআইআর করলেন না?’ রাজ্যের তরফে জানানো হয়, ‘এ নিয়ে বিডিও অনুসন্ধান করছেন’। এই বক্তব্য শুনে রীতিমতো বিরক্ত হন বিচারপতি। তিনি বলেন, ‘হঠাৎ অনুসন্ধান কেন? বিডিও এখানে আসছেন কোথা থেকে? যেখানে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে, সেখানে অনুসন্ধানের প্রশ্ন ওঠে কী করে?’ 
বিচারপতি আরও বলেন, ‘অভিযোগ দায়ের হওয়ার এক মাস পরেও কেন এফআইআর করার মতো জায়গায় পৌঁছল না পুলিস? তথ্য ও নথি নষ্ট করার সুযোগ করে দেওয়ার জন্যই কি এমনটা করা হয়েছে?’ এরপরই ওসিকে শো’কজ করে ১৫ দিনের মধ্যে জবাব তলব করেছেন বিচারপতি সেনগুপ্ত। 
প্রসঙ্গত, মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে পঞ্চায়েত প্রধান ছিলেন বাপি হালদার। তারপর পদটি মহিলা সংরক্ষিত হওয়ায় তাঁর স্ত্রী পঞ্চায়েত প্রধান হন। পরবর্তীকালে পঞ্চায়েতটি বিজেপির দখলে যায়। এরপরই অভিযোগ ওঠে, ২০১৮-’১৯ সালের পর থেকে এই পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার ভিত্তিতেই মামলা দায়ের হয়। হাইকোর্টের এই নির্দেশ প্রসঙ্গে বাপি হালদার বলেন, ‘আমরা এই মামলায় পক্ষভুক্ত নই। আদালত বলেছে, কোনও ব্যক্তি অভিযোগ করলে পুলিসের কেস রেজিস্ট্রার করা উচিত। কেন তা করা হয়নি, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এতে বাপি হালদার বা অন্য কারও নামে কিছু অভিযোগ নেই।’ 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা