কলকাতা

শান্তিপূর্ণ ভোটের দাবি ও রামনবমীতে অশান্তির আশঙ্কা, ডেপুটেশন বামেদের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জোড়া ইস্যুতে হাওড়ার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল বামেরা। এর মধ্যে শান্তিপূর্ণ নির্বাচনের দাবি যেমন রয়েছে, তেমনই গত দু’বছর রামনবমীতে যে অশান্তি হয়েছে, এবার তার যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর দিতে বলেছে বামেরা। শুক্রবার এই ডেপুটেশন দলের নেতৃত্ব দেন সিপিএমের হাওড়া জেলার সম্পাদক দিলীপ ঘোষ।  গত পঞ্চায়েত ভোটে একাধিক জায়গায় বিরোধী এজেন্টদের মারধর, মনোনয়ন জমা দিতে না দেওয়া, বিভিন্ন এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বামেরা। এমনকী গণনার দিনেও দফায় দফায় অশান্তি এবং পুলিসি নিষ্ক্রিয়তাকেও চিহ্নিত করা হয়েছে ওই স্মারকলিপিতে। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনীর উপযুক্ত ব্যবহারের দাবি জানিয়েছে তারা। তাদের দাবি, আগে বিভিন্ন জায়গায় দফায় দফায় সন্ত্রাসের অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেয়নি। প্রশাসন যে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, তা তাদের ডেপুটেশনে জানানো হয়েছে। 
এদিকে, গত দু’বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শিবপুরে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছিল। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল হাওড়া এবং শিবপুর থানা এলাকার বিভিন্ন জায়গায়। আগামী ১৭ এপ্রিল রামনবমীর মিছিল হবে হাওড়ায়। চলতি বছর যাতে ফের ওই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আবেদন জানিয়েছে বামেরা। জেলাশাসকের কাছে তাদের দাবি, অশান্তি এড়াতে সব রকমের ব্যবস্থা নেওয়া হোক। ভোটের মুখে যাতে হিংসা, হানাহানি বা মারামারির মতো ঘটনা না ঘটে, তা দেখার আর্জি জানানো হয়েছে জেলাশাসককে।
হাওড়ায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের প্রচার। -নিজস্ব চিত্র
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা