কলকাতা

প্রতি মাসেই স্কুলে উদযাপন হয় পড়ুয়াদের জন্মদিন, বাদ যান না শিক্ষক-শিক্ষিকারাও

স্বপন দাস, কাকদ্বীপ: শুধু পড়াশোনা নয়, তার ফাঁকে একঘেয়েমি কাটাতে মাসের শেষে উদযাপন করা হয় পড়ুয়াদের জন্মদিন। এই জন্মদিনের অনুষ্ঠান থেকে বাদ যান না শিক্ষক ও শিক্ষিকারাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়ে উঠছে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের এই প্রাথমিক স্কুলে ডিজিটাল হাজিরা মেশিন বসানো হয়েছে। এই মেশিনের মাধ্যমে প্রতিটি ছাত্রের পরিবার জেনে যায়, তাঁদের সন্তান সুষ্ঠুভাবে বিদ্যালয়ে পৌঁছেছে কি না। শুধু তাই নয়, স্কুল থেকে বেরনোর সময় মেশিনে আইডেন্টি কার্ড ছোঁয়ালেও বাবা-মা জানতে পারেন যে, ছুটি হয়ে গিয়েছে। স্কুলের নামে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে অভিভাবকরা প্রতিদিনের পড়া, প্রশ্নপত্র ইত্যাদি জানতে পারেন।
স্কুলের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন বলেন, ‘এখানে মোট ২৭৪ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা আটজন। পড়ুয়াদের জন্মদিন পালনের জন্য প্রতি মাসে একটি দিন বেছে নেওয়া হয়। ওই মাসে যতজন পড়ুয়ার জন্মদিন থাকে, প্রত্যেককে স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা দেওয়া হয়। এমনকী, কেক, মিষ্টিও বিতরণ করা হয়। তবে শুধু পড়ুয়ারা নয়, ওই মাসে কোনও শিক্ষক বা শিক্ষিকার জন্মদিন পড়লে একইসঙ্গে তাও উদযাপন করা হয়। স্কুলে আমরা ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন বসিয়েছি। আগামী দিনে প্রজেক্টর লাগিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর ভাবনা রয়েছে। মূলত ভয়শূন্য পরিবেশ তৈরি করে পড়াশোনার মান বাড়াতে স্কুলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
অভিভাবিকা তনুশ্রী মাইতি বলেন, ছেলে এই স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। ছাত্রছাত্রীদের ভয় কাটাতে এই উদ্যোগ সত্যিই ভালো। ছেলেও খুশিমনে  প্রতিদিন স্কুলে যায়।’ শিক্ষকদের এই ভাবনায় খুশি স্থানীয়রা। -নিজস্ব চিত্র
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা