কলকাতা

বিজেপি বিধায়ককে সন্দেশখালি যেতে বাধা পুলিসের, তুমুল বচসা

সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালিতে ঝাঁঝ কমেছে আন্দোলনের। আর এই পরিস্থিতিতে সোমবার দুপুরে সেখানে যাচ্ছিল বিজেপির এসটি মোর্চার প্রতিনিধি দল। বিধায়ক জুয়েল মুর্মু সহ প্রতিনিধি দলকে মালঞ্চ বাজারের কাছে আটকে দিল পুলিস। এরপরই পুলিসের সঙ্গে তীব্র বচসা ও বাদানুবাদে জড়িয়ে পড়েন প্রতিনিধি দলের সদস্যরা। পুলিসের তরফে দাবি করা হয়, সন্দেশখালির ১১টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সন্দেশখালি যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। বাধা পেয়ে বাসন্তী হাইওয়েতে বসে পড়েন তাঁরা। চলে অবস্থান-বিক্ষোভ। তার জেরে প্রায় দু’ঘণ্টা বাসন্তী হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে। ব‍্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে আমজনতার চাপের মুখে পড়ে সেখান থেকেই খালি হাতে কলকাতায় ফিরে যেতে হয় জুয়েল মুর্মুদের। বিজেপি বিধায়ক বলেন, সন্দেশখালিতে আদিবাসী মানুষরা বিপন্ন। তাঁদের পাশে দাঁড়াতে যাওয়ার আগে বাধা পেতে হল। ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে আমাদের আটকে দেওয়া হল।
এদিন সন্দেশখালি এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। রবিবার গভীর রাতে সন্দেশখালির বেড়মজুর একনম্বর গ্রামপঞ্চায়েতের হাটখোলা এলাকায় আসে এক কোম্পানি সিআরপিএফ। সোমবার সকালে বাসিন্দাদের মনে সাহস জোগাতে জেলিয়াখালি, রামপুর বাজার সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করল বাহিনী। পাশাপাশি নদীপথে নৌকায় করে বিভিন্ন জায়গা পরিদর্শন করে তারা।  নিজস্ব চিত্র
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা