কলকাতা

কোথায় গোলমাল হয়? বাসিন্দাদের থেকেই খোঁজখবর কেন্দ্রীয় বাহিনীর

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভা ভোটের দামাম বেজে গিয়েছে। রাজ্যের ২০টি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হলেও বারাকপুর কেন্দ্রের জন্য কোনও দলই এখনও প্রার্থীর নাম বলেনি। ফলে এমনিতেই স্পর্শকাতর বারাকপুর শিল্পাঞ্চলে এনিয়ে মানুষের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। এই আবহে বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। সোমবার ভাটপাড়াযর কিছু জায়গায় বাহিনীকে টহল দিতে দেখা যায়। তাৎপর্যপূর্ণ হল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকার মানুষের সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করছেন, গত নির্বাচনগুলিতে কোথায় কোথায় গোলমাল হয়েছিল। সে সম্পর্কে 
বিশদে তথ্য সংগ্রহ করছেন তাঁরা। সেই সঙ্গে তাঁরা আগামী লোকসভা ভোট নির্বিঘ্নে হবে বলে সাধারণ মানুষকে অভয় দিচ্ছেন। 
২০১৯ সালে বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হন অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী ছিলেন দীনেশ ত্রিবেদী। ভোটের আগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক বিধানসভা এলাকায়। বিশেষ করে ভাটপাড়া বারবার উত্তপ্ত হয়েছিল। একাধিক বাড়ি ভাঙচুর, দেদার বোমাবাজি চলে। গত পুরসভা ভোটেও শিল্পাঞ্চলের বহু জায়গায় গোলমাল হয়। এদিন ভাটপাড়়ার পাশাপাশি হালিশহর, কাঁচরাপাড়ায় কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতে দেখা যায়। ভাটপাড়ার বাসিন্দা উমেশ যাদব বলেন, ‘আমাদের সঙ্গে কথা বলে গত নির্বাচনগুলিতে কী ধরনের অশান্তি হয়েছিল, জানতে চাইছেন ওঁরা। আমরা যতটা জানি, বলেছি।’ 
নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় মোট ২১ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা রয়েছে। এর মধ্যে বারাকপুরে ছ’কোম্পানি মোতায়েন করার কথা জানানো হয়েছে। ভোটের এত আগে থেকে এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতে দেখে অনেকেই ভরসা পাচ্ছেন বলে জানিয়েছেন। তবে ‘অতিসক্রিয়তা’র অভিযোগও করেছেন কেউ কেউ। সব মিলিয়ে বারাকপুর শিল্পাঞ্চলে ধীরে ধীরে বাড়ছে নির্বাচনকেন্দ্রিক তৎপরতা ও উত্তেজনা।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা