কলকাতা

চেক পেমেন্টের ঊর্ধ্বসীমা বৃদ্ধির নামে ৮ লক্ষ টাকা প্রতারণা বিধাননগরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চেক পেমেন্টের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা। প্রতারকদের পাল্লায় পড়ে এক হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী খোয়ালেন আট লক্ষ টাকা। প্রতারিতের নাম প্রসূন মজুমদার। বিধাননগর পুলিস কমিশনারেট এলাকার বাসিন্দা তিনি। তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানা দু’লক্ষ টাকা উদ্ধার করেছে। 
২১ ফেব্রুয়ারি চেকের ঊর্ধ্বসীমা বৃদ্ধির জন্য গুগলে ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের নম্বরের খোঁজ করেন প্রসূনবাবু। একটি নম্বর খুঁজে পান। সেটি হল ‘৮৮২২৭৮১৯৭৮’। সেই নম্বরে ফোন করেন। এক ব্যক্তি কল রিসিভ করে নিজেকে ব্যাঙ্কের আধিকারিক হিসেবে পরিচয় দেন। তাঁকে বিষয়টি জানিয়ে ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিতে অনুরোধ করেন প্রসূনবাবু। ওই ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চান। সেটি দেওয়ার পর মিনিট খানেকের মধ্যে প্রসূনবাবুর মোবাইলে একটি ওটিপি আসে। ওটিপি বলে দেন তিনি। তারপর মোট পাঁচ দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে আট লক্ষ ১৯ হাজার টাকা গায়েব হয়ে যায়। তারপর সুইচ অফ হয়ে যায় গুগল মারফত পাওয়া সেই ফোন নম্বরটি। প্রতারিত হয়েছেন বুঝে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন প্রসূনবাবু। পুলিস তদন্তে নামে। সূত্রের খবর, প্রথম চার দফায় গায়েব হওয়া টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলি ট্র্যাক করা সম্ভব হয়নি। তবে দ্রুত অভিযোগ দায়ের হওয়ায় শেষ দফার লেনদেনটি ব্লক করা সম্ভব হয়। পুলিস সূত্রে খবর, এক লক্ষ ৯৩ হাজার টাকা গায়েব হয়েছিল শেষ দফায়। সেই টাকা উদ্ধার করে শনিবার প্রসূন মজুমদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। 
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা