কলকাতা

সাতসকালে ফের শ্যুটআউট! জখম অটোচালক, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব  প্রতিনিধি, বারাকপুর: পুলিস প্রশাসনের কড়া নজরদারির পরেও টিটাগড়ে অপরাধে লাগাম টানা সম্ভব হচ্ছে না। শনিবার সাতসকালে টিটাগড়ের আলি হায়দর রোডে শ্যুটআউটের ঘটনায় তা আরও একবার প্রমাণিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সাতসকালে টিটাগড় আলি হায়দার রোড মাঠপাড়া এলাকায় মেহবুব রাজা নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি পেশায় টোটোচালক। তাঁর ডান হাতে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিস ওমর আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বারাকপুর পুলিস কমিশনারেটের এক অফিসার বলেন, গুলি চালানোর অভিযোগ দায়ের হয়েছে। একজনকে আটকও করা হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
আক্রান্ত মেহবুব রাজা হাসপাতালের বেড থেকে বলেন, আমি টোটো চালিয়ে সংসার চালাই। কারও সঙ্গে কোনও ঝামেলায় থাকি না। শুধু তিনমাস আগে বাড়ি নিয়ে প্রতিবেশী আমনের সঙ্গে ঝামেলা হয়েছিল। এদিন সকালে আমন দুই যুবককে এনে আমাকে চিনিয়ে দেয়। ওদের মধ্যে একজন আমাকে লক্ষ্য করে গুলি চালায়। সামান্য বাড়ি নিয়ে ঝামেলা, পরে তো সব ঠিকঠাকও হয়ে গিয়েছিল। আচমকা তিনমাস পরে এভাবে বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাবে, তা বুঝতেও পারিনি। পরিবারের লোকজনের বক্তব্য, যারা গুলি চালিয়েছে, তাদের কাউকে আমরা চিনি না। সম্ভবত বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় যে বা যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা