কলকাতা

শেখ শাহজাহানের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ নেই, জানিয়ে দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেখ শাহজাহানের গ্রেপ্তারির উপর কলকাতা হাইকোর্টের কোন স্থগিতাদেশ নেই।  আজ, সোমবার সাফ জানিয়ে দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। সন্দেশখালির ঘটনায় দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল আজ। সেই মামলায় বেঞ্চ  স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে আদালত কোনওদিন কোনওরকম স্থগিতাদেশ দেয়নি। প্রধান বিচারপতি জানিয়ে দেন যেহেতু আদালত  কোনওরকম স্থগিতাদেশ এ ব্যাপারে দেয়নি। অতএব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে রাজ্য পুলিসের কোনওরকম কোনও বাধা নেই। এছাড়াও এই মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার জন্য সংবাদমাধ্যমে পাবলিক নোটিস জারি করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, ওই এলাকায় গত চার বছর ধরে যৌন নিগ্রহের মোট ৪৮ টি মামলা দায়ের হয়েছে। সেগুলির মধ্যে ৪৭ টি মামলায় ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। বাকি মামলাগুলিরও তদন্ত চলছে। পাশাপাশি তিনি দাবি করেন, গত ডিসেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত জমি কেড়ে নেওয়ার মোট সাতটি মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে আরো ২৪টি একই ধরনের এফআইআর রুজু করেছে সন্দেশখালি থানার পুলিস। বিষয়টি শোনার পরই উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘এটা খুব বিস্ময়কর যে চার বছর ধরে রাজ্য পুলিস সবই জানতো। অথচ ব্যবস্থা নিতে চার বছর সময় লাগলো। এটাও খুব আশ্চর্যের যে রাজ্য ইতিমধ্যেই জমি ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। এর দ্বারাই প্রমাণ হয় ওই এলাকায় আদিবাসীদের জমি অধিগ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও রাজ্য এতদিন ধরে চুপ করেছিল!’ পাশাপাশি এদের মামলার শুনানিতে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল দাবি করেন, ওখানকার যেই মহিলারা নিগৃহীত হয়েছেন তাঁরা পুলিশের কাছে অভিযোগ লিখতে যেতে ভয় পাচ্ছেন। এই ব্যাপারে প্রধান বিচারপতি আশ্বাস দিয়ে বলেছেন, পরবর্তীতে রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির মাধ্যমে ক্যাম্প করে ওই নিগৃহীত মহিলাদের অভিযোগ শোনা হবে। একইসঙ্গে আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কেও সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৪ মার্চ মামলাটির পরবর্তী শুনানি।
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা