কলকাতা

মায়ের মার, বেলুড়ের ফ্ল্যাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলুড়ে। এদিন বেলুড় টিফিন বাজারে নিজেদের ফ্ল্যাটেই ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরিজনরাই তাকে লিলুয়া রেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতার নাম অনন্যা সৃষাম (১২)। ওই ছাত্রীর বাবা রেলে কাজ করেন। প্রতিবেশীদের দাবি, এদিন ওই পরিবারে কোনও বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। তার জেরে অনন্যাকে মারধর করা হয়। বাইরে থেকেই তার চিৎকার শোনা গিয়েছে। তারপর তাকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীদের দাবি, মারধরের কারণেই ওই নাবালিকার মৃত্যু হয়েছে।
যদিও বেলুড় থানার পুলিস জানিয়েছে, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের তরফে খুনের কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মৃতার মা সঙ্গীতাদেবী বলেন, আমার মেয়ে পড়াশোনা করে না। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। এদিন মেয়ের সঙ্গে ওর ভাইয়ের মারামারি লেগে গিয়েছিল। মেয়েকে আমি চড় মেরেছিলাম। এর বেশি কিছু নয়। আমি মেয়েকে মেরে ফেলব কেন? কেমন করে মেয়েটা চলে গেল, বুঝতেই পারছি না। মৃতার প্রতিবেশী মৌমিতা নিয়োগী বলেন, বাচ্চাটাকে মারধর করা হচ্ছিল। কারণ, সে বাঁচাও 
বাঁচাও চিৎকার করছিল। খুব চেঁচামেচিও হচ্ছিল। পরে দেখলাম সব ঠান্ডা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি কিছু জানি না।
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা