কলকাতা

রবিবার কল্যাণী এইমসের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধনে মোদি

সংবাদদাতা, কল্যাণী: দেশের আরও চারটি শহরের সঙ্গেই কাল, রবিবার অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এইমস-কল্যাণীর আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। কাল, গুজরাতের রাজকোট থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কল্যাণীর এই মেগা ইভেন্টকে কার্যত প্রচারের কাজে লাগাতে নেমে পড়েছে বিজেপি। উদ্বোধন পর্বে এইঁস প্রাঙ্গণে বড়সড় জমায়েত করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। সেই মর্মে মাইকে প্রচার চালানো হচ্ছে কল্যাণী, চাকদহ, হরিণঘাটার বিভিন্ন ব্লক ও শহরে। আউটডোর উদ্বোধনের শেষ পর্যায়ের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেলেও, এখনও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (পিসিবি) থেকে পরিবেশগত ছাড়পত্র জোটাতে পারেনি এইমস-কল্যাণী। কেন মেলেনি ছাড়পত্র? এ প্রশ্নের কোনও জবাব আনুষ্ঠানিকভাবে না দেওয়া হলেও, আজ, শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে দূষণ ছাড়পত্র নিয়ে নিজেদের অবস্থান জানাবে পিসিবি। 
এদিকে, সরকারি এই অনুষ্ঠানকে বিজেপি যেভাবে ‘হাইজ্যাক’ করে দলীয় প্রচারে ব্যবহার করতে চাইছে, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নয় গেরুয়া শিবির। নদীয়া ও সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি জনপ্রতিনিধি সবাইকে অনুষ্ঠানে হাজির করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্বোধন পর্বে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয় গোটা প্রাঙ্গণ, পরিকল্পনা রয়েছে তারও। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, দলের তরফে সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেদিন সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যা অবস্থা, তাতে এইমস মানুষের কাছে একটা বিশাল পাওনা। এই বিষয়ে তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এইমস কল্যাণীতে এসেছে। আউটডোর অনেক আগেই চালু হয়ে গিয়েছে। এখন এই উদ্বোধন পর্বটা ভোটের আগে চমক ছাড়া কিছুই না। মনে হচ্ছে বিয়ের আগে অন্নপ্রাশন দিতে চাইছে ওরা (বিজেপি)।  এদিন বিকেল তিনটের সময় উদ্বোধন পর্বের সূচনা করবেন প্রধানমন্ত্রী। কল্যাণীতে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তাঁর ডেপুটি শান্তনু ঠাকুর, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লারের মতো মোদির সহকর্মীরা। 
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা