কলকাতা

শাহজাহানের বিরুদ্ধে নয়া মামলা রুজু ইডির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করল ইডি। কাগুজে কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। এই সূত্রে শুক্রবার কলকাতার একাধিক জায়গায় শাহজাহানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী ও প্রাক্তন সরকারি আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
 তদন্তে নেমে কলকাতার ক্যামাক স্ট্রিটে একটি কোম্পানির খোঁজ পান ইডি আধিকারিকরা। ওই অফিসের সমস্ত নথি আরওসি এবং আয়কর দপ্তরের কাছ থেকে সংগ্রহ করেন তাঁরা। সেখান থেকে জানা যায়, শাহজাহানের কোম্পানির সঙ্গে তাদের লেনদেন হয়েছে। ক্যামাক স্ট্রিটের এই কোম্পানি চিংড়ি মাছ প্রক্রিয়াকরণ করে বিদেশে রপ্তানি করে।  শাহজাহান তাদের মাছ বিক্রি করেছেন। আয়কর দপ্তরের নথি ঘেঁটে দেখা যায়, বিপুল পরিমাণ টাকার ‘টার্নওভার’ হয়েছে। কিন্তু বাস্তবে মাছ আসেনি। ভুয়ো ইনভয়েস তৈরি করে শাহজাহানকে দিয়েছে এই কোম্পানির মালিকরা। এভাবে কালো টাকা সাদা হয়েছে। শুধু তাই নয়, ওই কোম্পানি খোলার জন্য পিছন থেকে টাকা ঢেলেছেন ‘ভাই’  নিজেই। এসব তথ্য হাতে আসার পরই ইডি পিএমএলএ অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে।  কেন্দ্রীয় এজেন্সি আরও জানতে পেরেছে, ওই কোম্পানির মালিকের সঙ্গে শাহজাহানের নিয়মিত কথাবার্তা হতো। তাদের নামে বেশ কয়েকটি ভেড়িও চলছিল, যেগুলি গ্রামবাসীদের জমি দখল করে তৈরি হয়। শাহজাহানই জোর করে তা দখল করেছিলেন বলে অভিযোগ। শুক্রবার সকালে ইডির টিম পৌঁছয় বিজয়গড়, বিরাটি ও হাওড়া সহ মোট ছ’টি জায়গায়। কোম্পানির মালিকের বা঩ড়ি, অফিস ও এক প্রাক্তন সরকারি আধিকারিকের ফ্ল্যাট রয়েছে এর মধ্যে। অবসরপ্রাপ্ত ওই অফিসারের আবার মাছের ভেড়ি রয়েছে বলে খবর। সেখান থেকে উদ্ধার হওয়া আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিজয়গড়ে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি।-নিজস্ব চিত্র
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা