কলকাতা

কলকাতায় উদ্ধার ঊনবিংশ শতাব্দীর কামান, ব্যবহার করত রাজ পরিবার

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতা শহরে ফের উদ্ধার হল পুরনো কামান। রাজ্যের অ্যাডমিনিস্ট্রের জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি (এজিওটি) বিপ্লব রায়ের উদ্যোগে ক্যামাক স্ট্রিট থেকে উদ্ধার হয়েছে সেটি। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, কামানটি ঊনবিংশ শতাব্দীর। কোনও রাজ পরিবারে ব্যবহৃত হতো কামানটি।এর দু’দিকে চাকা বসানো। মুখে একটি পুরনো গোলাও আটকে রয়েছে। বৃহস্পতিবার উদ্ধারের পর সেটি রাখা হয়েছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ১০তলায়। বিপ্লববাবু বলেন, নতুন যে স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে, সেখানে এই কামানটি প্রদর্শিত হবে।
বিপ্লববাবু বলেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি লক্ষ্যকরি, একটি চাকা লাগানো কামান রাখা আছে। কাছে গিয়ে দেখি, সেটি পুরনো একটি কামান। হয়ত চাকা দু’টি পরবর্তীকালে লাগানো হয়েছিল।কামানটি ঊনবিংশ শতাব্দীর।’এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সুপারিনটেন্ডেন্ট (কলকাতা সার্কেল) রাজেন্দ্র যাদবকে বিষয়টি জানান বিপ্লববাবু। স্থানীয় থানাকেও জানানো হয়। অনুমতি মেলার পর এদিন বিকেলে কামান উদ্ধার করে এজিওটি অফিসে নিয়ে যাওয়া হয়।বিপ্লববাবু বলেন, ‘কলকাতা শহর এবং দমদম থেকে একাধিক কামান আমরা উদ্ধার করেছি। প্রতিটি কামানের পৃথক ইতিহাস পাওয়া গিয়েছে। ব্রিটিশদের, মুঘলদের কামান আগে পেয়েছি। ঢালাই লোহার তৈরি এই কামানকোনও রাজার আমলের। অতীতে রাজা-মহারাজারা এই ধরনের কামান ব্যবহার করতেন। এতে ন’পাউন্ডের গোলা ব্যবহৃত হতো। 
নিজস্ব চিত্র
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা