কলকাতা

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ‘সৌজন্যে’ তীব্র লাল আলো, দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছে শ্রীরামপুরে বাসিন্দাদের

মৃণাল দত্ত, শ্রীরামপুর: ট্রাফিকের সিগনাল পোস্টে সবুজ-হলুদের পাশাপশি লাল আলো ব্যবহার হয়। অন্য রঙের তুলনায় লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। ফলে বহু দূর থেকে দেখা যায় স্পষ্ট। কুয়াশা, ধুলোর ঝড়, মুষলধারে বৃষ্টি হলেও চোখে পড়ে লাল আলো। সিগনাল বেশিক্ষণ লাল থাকে না। ফলে একটানা জ্বলেও না। কিন্তু সহজে দৃষ্টি আকর্ষণ করে বলে শ্রীরামপুরের বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য বেছে নিয়েছে তীব্র লাল। গ্লোসাইন বোর্ড ইত্যাদি থেকে সর্বক্ষণ সে আলো ছড়িয়ে পড়ছে। সেগুলি সন্ধ্যার পর থেকে লাগাতার জ্বলে। আলোর জন্য কয়েকটি জায়গা লাল রঙে ছেয়ে গিয়েছে। শ্রীরামপুরের বহু জায়গায় মানুষের চোখ ধাঁধিয়ে জ্বলেই চলেছে চড়া মাপের লাল বাতি। চিকিৎসকদের বক্তব্য, এই তীব্র আলো মানব শরীরের মারাত্মক ক্ষতি করছে। ক্রমাগত চোখে পড়ে ক্ষীণ হতে থাকছে দৃষ্টিশক্তি। তবে এ সাবধানবাণী পরোয়া করে না ব্যবসায়ীরা। ফলে শহরের প্রায় সর্বত্র দোকানগুলি থেকে ছিটকে আসা লাল আলোর ঝলকানিতে চোখ নষ্ট হয়েই চলেছে সাধারণ মানুষের।
শ্রীরামপুর আট নম্বর ওয়ার্ডের বিপি দে স্ট্রিট মার্কেট চত্বরের তিন মাথার মোড়ের দোকানগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে জোরালো লাল আলো ব্যবহার করছে। যাতায়াতের পথে ভ্রু কুঁচকে তাকাতে হয় মানুষকে। বাইক কিংবা সাইকেল আরোহীদের সমস্যায় পড়তে হয়। দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। সাধারণ মানুষের বক্তব্য, স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার মাঝেমধ্যে চালায় প্রশাসন। অথচ ক্ষতিকর লাল আলো যে মানুষের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলেই চলেছে তা নিয়ে কারও মাথাব্যথা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, লাল আলো নিয়মিত চোখে পড়লে রেটিনার মধ্যে থাকা সূক্ষ্ম কোষগুলির ম্যাকুলার বার্ন হওয়ার সম্ভাবনা। এর ফলে দৃষ্টিশক্তির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। চোখের সঙ্গে সংযুক্ত মন এবং মস্তিষ্ক। এই আলোর প্রভাবে মাথায় যন্ত্রণা হওয়ার সম্ভাবনা। অনেকের হতাশাজনিত অসুস্থতাও তৈরি হয়। ‘এই ক্ষতিকর আলো সম্পর্কে মানুষকে সচেতন করতে উদ্যোগ নেওয়া উচিত প্রশাসনের’, বক্তব্য, চক্ষুরোগ বিশেষজ্ঞ সুশোভন অধিকারীর। এর পাশাপাশি পরিবেশকর্মী গৌতম সরকার বলেন ‘মানুষের এবং পশুপাখিদের ক্ষতি হচ্ছে। পেঁচা সাধারণত রাতে বেরয়। লাল আলোর তীব্রতায় তারা দিশাহারা। শব্দ-পরিবেশ-দৃশ্যদূষণের পাশাপাশি আলোর দূষণ নিয়েও সতর্ক হতে হবে প্রশাসনকে।’ পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, ‘সংবাদমাধ্যমকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের মারফত এই খবর আমি জানলাম। বিশেষজ্ঞদের পরামর্শ করার পর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি যেন এই ক্ষতিকর আলো ব্যবহার না করে , তা ওদের বলব। যদি তারা কথা না শোনে আমরা আইনি ব্যবস্থা নেব।’ 
 নিজস্ব চিত্র 
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা