কলকাতা

ফের উত্তপ্ত সন্দেশখালি, কৃষিজমিতে ভেড়ি বানানো আটকালেন মহিলারাই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালি. জেলিয়াখালির পর এবার ঝুপখালি!  শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন ওরফে সিরাজ ডাক্তারের বিরুদ্ধে ঝুপখালিতে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এই নিয়ে বৃহস্পতিবার সরব হয়েছেন সেখানকার মহিলারা। সন্দেশখালি নিয়ে রাজ্যজুড়ে আলোড়নের মধ্যেই বৃহস্পতিবার সিরাজের অনুগামী তথা পঞ্চায়েত সদস্য গফ্ফর ওরফে আলিমুদ্দির বাহিনী ঝুপখালিতে ফের জমি দখল করতে গেলে রুখে দাঁড়ান গ্রামবাসীরা। চাষর জমি কেটে ভেড়ি বানাতে যন্ত্রপাতি নিয়ে তারা সেখানে গিয়েছিল। মূলত মহিলাদের তাঁদের তাড়া খেয়ে পালায় শাহজাহান বাহিনীর সবাই। পরে শাহজাহানের ভাই সিরাজ ঘটনাস্থলে এলে তাকেও ধাওয়া করে এলাকা ছাড়া করা হয়। উত্তেজিত জনতা সিরাজের একটি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে সিরাজের শাগরেদদের বিরুদ্ধে ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ফিরে এসে আরও ভয়াবহ ঘটনা ঘটাবে, এরকম শাসানি দিয়ে গিয়েছে সিরাজ। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারাসত রেঞ্জ নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিস ফোর্সকে ঘটনাস্থলে যেতে হয়।
ঝুপগুড়ির কাঠপোল এলাকার মহিলাদের অভিযোগ, সিরাজ জোর করে এই এলাকার ৪০ থেকে ৫০ বিঘা জমি দখল করে নিয়েছেন। এখানে গড়ে তোলা হয়েছে ভেড়ি।  সন্দেশখালির ঘটনার পরেও তাঁর দাপট  কমেনি। বুধবার বেশ কয়েকজন গ্রামবাসীর জমি দখল করে মাটি কেটে সেখানে ভেড়ি তৈরি করা হয়। বৃহস্পতিবারও সেই কাজ করতে ঢুকেছিল শাহজাহানের দলবল। গ্রামবাসীদের বক্তব্য,  সিরাজের দলবল এখনও বন্দুক নিয়ে বাইকে চড়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে। অপরদিকে, শাহজাহান ও শিবুর বিরুদ্ধে মানব পাচরের অভিযোগ উঠেছে। স্থানীয় এক মহিলার দাবি, ২০১৭ সালে স্কুলে যাওয়ার সময় তাঁর কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় শিবুর দলবল। ছ’বছর পর তিনি জানতে পারেন, বেঙ্গালুরুর এক পানশালায় মেয়েকে বিক্রি করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, শাহজাহান ও শিবু এভাবেই গ্রামের একাধিক কিশোরী ও তরুণীকে তুলে নিয়ে গিয়ে পাচার করে দিয়েছেন। অভিযোগ, মেয়ে নিখোঁজ হওয়ার পর সন্দেশখালি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিস কর্মীরা বলেন, শাহজাহান ও শিবুর সুপারিশ লাগবে। এরপর আদালত পুলিসকে মামলা শুরুর নির্দেশ দিলেও, পাত্তাই দেয়নি থানা। বুধবার ডিজি রাজীব কুমারকেও মহিলা বিষয়টি জানিয়েছেন। তাঁকে সমস্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। ডিজি বৃহস্পতিবার জানিয়েছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনও অভিযোগ নিয়ে পুলিসের সঙ্গে যোগাযোগ করতে গ্রামবাসীদের পরামর্শ দিয়েছেন তিনি। 
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা