কলকাতা

গঙ্গার ঘাট, আশপাশে এখনও পড়ে রয়েছে সরস্বতীর কাঠামো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গা বা কালীপুজোয় বিসর্জন হওয়ার পর প্রতিমার কাঠামো গঙ্গা থেকে সরিয়ে দেওয়ার তৎপরতা দেখায় কলকাতা পুরসভা। কিন্তু সরস্বতী পুজোয় তা উধাও। বাগবাজার, কাশী মিত্র, কুমোরটুলি, শোভাবাজার সহ শহরের বিভিন্ন গঙ্গার ঘাট ও তার আশপাশ চত্বরে ডাঁই হয়ে এখনও পড়ে সরস্বতী প্রতিমার কাঠামো। বুধবার উত্তর কলকাতার ওই সব ঘাটে গিয়ে দেখা গেল, সেখানে চারদিকে ছড়িয়ে রয়েছে কাঠামোগুলি। ছড়াচ্ছে দুর্গন্ধ। সব থেকে করুণ অবস্থা কাশী মিত্র ঘাট ও কুমোরটুলির। কোথাও পড়ে কাঠামো, কোথাও বিচালি, কোথাও পুজোয় ব্যবহার করা জিনিসপত্র। সব মিলিয়ে ঘাটগুলির নরকগুলজার পরিস্থিতি।
রোজ শহরের গুরুত্বপূর্ণ এই ঘাটগুলিতে বহু মানুষ আসে স্নান করতে। পাশাপাশি পারলৌকিক কাজকর্ম ছাড়াও নানা কাজে ব্যবহার হয় সেগুলি। আর কাশী মিত্র শ্মশান সংলগ্ন কাশী মিত্র ঘাটটি মানুষ মৃতদেহ সৎকারের পর স্নানের জন্য ব্যবহার করে। স্বভাবতই ওই ঘাট চত্বরে যত্রতত্র প্রতিমার কাঠামো পড়ে থাকার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কুমোরটুলি ঘাটে দাঁড়িয়ে কথা হচ্ছিল এক এলাকাবাসী নারায়ণ শীলের সঙ্গে। তিনি বলেন, সরস্বতী পুজোয় রবিবার পর্যন্ত প্রতিমা বিসর্জন হয়েছিল। তারপর বুধবারও বিভিন্ন গঙ্গার ঘাটে প্রতিমার কাঠামো পড়ে থাকায় সমস্যা বাড়ছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করা জরুরি। বাগবাজারের বাসিন্দা শুভেন্দু চক্রবর্তী কথায়, উত্তর কলকাতার বাগবাজার, শোভাবাজার, কুমোরটুলির মতো গঙ্গার ঘাটগুলিতে বড় পুজোতে যেমন প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই কাঠামো তুলে ফেলার ব্যবস্থা থাকে, ছোট পুজোতে সেই ব্যবস্থা নেই। খুবই অসুবিধা হচ্ছে। এ ক্ষেত্রে পুরসভার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা জরুরি। শোভাবাজার স্ট্রিটের বাসিন্দা সঙ্গীতা দাস বলেন, শোভাবাজার সহ আশপাশের ঘাটে রয়েছে লঞ্চ পরিষেবা। স্নানের পাশাপাশি ঘাটগুলি থেকে লঞ্চে যাতায়াত করে বহু মানুষ। সেখানে গঙ্গার ধারে নোংরা‑আবর্জনা, প্রতিমার কাঠামো দীর্ঘ সময় পড়ে থাকায় দূষণ বাড়ছে। কলকাতা পুরসভার ১ নং বরো চেয়ারম্যান তরুণ সাহাকে গঙ্গার ঘাটের এহেন দুরবস্থা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর কথায়, যদি ওই সমস্ত ঘাটে এখনও প্রতিমার কাঠামো পড়ে থাকে, তাহলে তা দ্রুত তুলে ফেলা হবে।  নিজস্ব চিত্র
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা