কলকাতা

বারাকপুর-শ্রীরামপুর: অন্নপূর্ণা ঘাট থেকে ফেরি সার্ভিস চালু হলেও পলি না তোলায় সমস্যা বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: তিন বছর পর চালু হল বারাকপুরের অন্নপূর্ণা ঘাট থেকে শ্রীরামপুরের মানিকতলা পর্যন্ত ফেরি পরিষেবা। কিন্তু এখানে গঙ্গার নাব্যতা এত কমে গিয়েছে যে ভাটার সময় জল অনেকটা নেমে যায়। কেউ স্নান করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। পাশেই রয়েছে শ্মশান। শবদাহ করার পর বিভিন্ন ধর্মীয় রীতি পালন করতে হয় গঙ্গার ঘাটে। জল অনেক দূর চলে গেলে তাঁরা প্রত্যেকে সমস্যায় পড়েন। দীর্ঘদিন গঙ্গার এই অংশে ড্রেজিং না হওয়াতেই সমস্যা বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। বারাকপুরের অন্নপূর্ণা ঘাট থেকে শ্রীরামপুরের মানিকতলা পর্যন্ত ফেরি পরিষেবা দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর ফের চালু হলেও বারাকপুরের দিকে কোনও টিকিট কাউন্টার নেই এখনও। ফলে উল্টো পারে গিয়ে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। সব মিলিয়ে বাড়ছে ভোগান্তি। 
এই ফেরি সার্ভিসের উপর বারাকপুর-টিটাগড়ের হাজার হাজার মানুষ নির্ভরশীল। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেরি পরিষেবা চালু করা হলেও উপযুক্ত পরিকাঠামো নেই এখনও। ঘাটে প্রচুর পরিমাণে পলি জমে থাকার কারণে সমস্যা আরও প্রকট হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে ড্রেজিং করে পলি না সরালে ফের ব্যাহত হতে পারে জলপথে যোগাযোগ। এই পরিস্থিতিতে মঙ্গলবার বারাকপুর পুরসভায় এই ফেরি পরিষেবা নিয়ে এক বৈঠক হয়। শ্রীরামপুর পুরসভার এগজিকিউটিভ অফিসার এবং এক কাউন্সিলারও ছিলেন সেই বৈঠকে। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ‘ফেরি সার্ভিস নিয়ে শ্রীরামপুর পুর-কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকিট কাটা হয় শ্রীরামপুরের দিকেই। আমরা যাত্রীদের মূলত পরিষেবা দিই। তবে যাত্রীদের সমস্যা যাতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। নমামি গঙ্গে নামে গালভরা কর্মসূচি নিয়েছে কেন্দ্র। কিন্তু গঙ্গায় ড্রেজিং হচ্ছে কোথায়? অবিলম্বে পলি তোলা উচিত।’ 
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা