কলকাতা

কুলতলিতে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়

সংবাদদাতা, বারুইপুর: পিয়ালী নদীর পাড় থেকে রীতিমতো জেসিবি দিয়ে মাটি কেটে তা ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ। দিনের বেলায় প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও পুলিস থেকে শুরু করে স্থানীয় ব্লক প্রশাসন নীরব। অভিযোগ, এইভাবে মাটি কাটার ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে, এমনকী গতিপথও বদলে যেতে পারে। ইটভাটার মালিক আবু জাফর সর্দারের বক্তব্য, স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের অনুমতি নিয়েই এই কাজ করা হচ্ছে। নদীতে চড়া পড়ে গিয়েছে। তাই মাটি কাটার অসুবিধা নেই। যদিও এই প্রসঙ্গে মেরীগঞ্জ ১ পঞ্চায়েতের প্রধান রেখা নস্কর বলেন, আমি এমন কাজের কোনও অনুমতি দিইনি। আর, কুলতলি ব্লকের বিডিও সুচন্দন বৈদ্যকে ফোন করা হলেও তিনি ধরেননি। 
মেরীগঞ্জ ১ পঞ্চায়েতের নয়াপাড়ায় পিয়ালী নদীর পাড় থেকে গর্ত করে জে সি বি মেশিন দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে ইন্দিরা ইটভাটায়। সেখানে ইট তৈরিতে সেই মাটি ব্যবহার করা হচ্ছে। ইট তৈরির জন্য শীতকালেই মাটি মজুত করা হয়। এলাকায় গিয়ে দেখা গেল, দু’টি ট্রাক্টর নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মাটি কাটা হচ্ছে মেশিন দিয়ে। এই কাজে যুক্ত এক শ্রমিক বলেন, ভাটার মালিক এই ব্যাপারে সব জানেন। দু’দিন ধরে আমরা মাটি কেটে নিয়ে যাচ্ছি।
এদিকে, এই ঘটনায় এলাকার মানুষজন বেজায় ক্ষুব্ধ। অনেকেই বলেন, দিনের পর দিন নদী থেকে মাটি কেটে তা পাচার করা হচ্ছে। প্রশাসনের এক অংশের সঙ্গে সমঝোতার মাধ্যমেই এই কাজ হচ্ছে।  নিজস্ব চিত্র
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা