কলকাতা

মহিলার মৃতদেহ উদ্ধার কাণ্ডে খুনের অভিযোগ, ধৃত স্বামী ও গাড়ির চালক

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্ত্রীকে গুনিনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু রাস্তাতেই গাড়ির মধ্যে গলায় ওড়নার ফাঁস দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে স্বামী। এরপর মৃতদেহটি রাস্তার পাশে হোগলাবনে ফেলে গা ঢাকা দিয়েছিল সে। অজ্ঞাতপরিচয় ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছিল রাজাপুর থানার পুলিস। রবিবার রাতে তারা মহিলার স্বামী নাসিরুদ্দিন গায়েন এবং গাড়ির চালক শেখ ইউরোজকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
পুলিস ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্ত্রী সেলিমার সঙ্গে অন্য পুরুষের অবৈধ সর্ম্পক আছে- এই সন্দেহে দীর্ঘদিন ধরেই পেশায় গাড়িচালক নাসিরুদ্দিনের সঙ্গে তার স্ত্রীর অশান্তি চলছিল। সন্দেহের বশেই স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে নাসিরুদ্দিন। সেই মতো ২৮ জানুয়ারি সন্ধ্যায় গুনিনের কাছে যাওয়ার নাম করে একটি গাড়ি ভাড়া করে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয় সে। সঙ্গে এক বন্ধুকেও নেয়। রাতে ১৬ নং জাতীয় সড়কের একটি জায়গায় স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে খুন করে। পরে কুলগাছিয়ার তুলসীবেড়িয়া দাসপাড়ার কাছে রাস্তার পাশে হোগলাবনে মৃতদেহটি ফেলে পালিয়ে যায়। ঘটনার ১২ দিনের মধ্যেই পুলিস তার কিনারা করল। এদিন আদালতে যাওয়ার পথে নাসিরুদ্দিন স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করে নেয়। বলে, সাংসারিক অশান্তি থেকে বাঁচতে সে এই কাজ করেছে। অন্যদিকে গাড়ির চালক শেখ ইউরোজ জানায়, হাওড়ায় গুনিনের কাছে যাওয়ার নাম করে চার হাজার টাকার চুক্তিতে গাড়ি ভাড়া করেছিল নাসিরুদ্দিন। মাঝে একটি জায়গায় গাড়ি থামিয়ে শৌচকর্ম করতে গিয়েছিলাম। ফিরে এসে গাড়ির মধ্যে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখি। কিন্তু নাসিরুদ্দিনের হুমকির জেরেই রাস্তার পাশে মৃতদেহটি ফেলে চলে আসতে বাধ্য হই। 
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা