কলকাতা

মাত্রাছাড়া ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলি, তদন্তের আর্জি বণিকমহলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বিমান সংস্থাগুলি যেমন খুশি ভাড়া হাঁকছে বলে অভিযোগ। যাত্রীদের রীতিমতো বিপদে ফেলছে ফুলেফেঁপে ওঠা ভাড়ার অঙ্ক। কেন কেন্দ্রীয় সরকার সব দেখেও চুপ? এবার সেই প্রশ্ন তুললেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী পীযুষ গোয়েলকে এ নিয়ে চিঠি লিখল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন ‘কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স’। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার বিমান টিকিটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিক। কনফেডারেশনের মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল বলেন, ‘সমাজের সব স্তরে বিমান পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়ার কথা বলে কেন্দ্রীয় সরকার। সেই মতো নীতিও ঘোষিত হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক এর উল্টো। ‘ডায়নামিক ফেয়ার’ বা চাহিদার ভিত্তিতে পরিবর্তনীয় ভাড়ার নামে একপ্রকার লুট চালাচ্ছে বিমান সংস্থাগুলি। তিনি জানান, বিমান সংস্থাগুলি ভাড়া বাবদ কত টাকা নিতে পারে তার আভাস দেওয়া হয়েছে ১৯৩৭ সালের এয়ারক্র্যাফ্ট রুলে। সেখানে বলা আছে, বিমান চালানোর খরচের পাশাপাশি ‘রিজনেবল প্রফিট’ বা যুক্তিগ্রাহ্য মুনাফা যোগ করে বিমান ভাড়া নিতে পারবে সংস্থাগুলি। কিন্তু এই রুলে যুক্তিগ্রাহ্য ভাড়ার সংজ্ঞা স্পষ্ট বলা নেই। তবে এখন বিমান সংস্থাগুলি যেভাবে লাগামছাড়া ভাড়া বাড়াচ্ছে, তা কোনওভাবেই যুক্তিগ্রাহ্য নয়। সংস্থাগুলি কীসের ভিত্তিতে ভাড়া বাড়াচ্ছে তা যাচাই করার আর্জি জানিয়েছে কনফেডারেশন। সংগঠনের বক্তব্য, টিকিটের দামে কোনও নিয়ন্ত্রণ নেই। এতে যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সামগ্রিকভাবে দেশের শিল্প ব্যবস্থাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলছে লাগামছাড়া বিমানভাড়া। সংগঠনের আর্জি, সরকার বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণ করুক। বেঁধে দেওয়া হোক দামের সর্বোচ্চসীমা। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা