কলকাতা

সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে রহস্য, বাড়ির কাছেই উদ্ধার দেহ

সংবাদদাতা, বারুইপুর: এক সিভিক ভলান্টিয়ারের ‘অস্বাভাবিক’ মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃতের নাম উজ্জ্বল সরদার(৩৪)। বাড়ি থেকে ১৫ মিটার দূরে রাস্তার পাশে তাঁর দেহ উদ্ধার হয়। কিছু দূরে অটো থেকে উদ্ধার হয় তাঁর জুতো ও ছাতা। শুক্রবার সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসাতের খাটসারা এলাকায় এই সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার হয়েছে। এদিন, পরিবারের লোকজন ও স্থানীয়রা দেহ পড়ে থাকতে দেখে। তাঁরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ  ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, হাতের তালু ছাড়া, শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই সিভিক ভলান্টিয়ারের পকেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিস। কী কারনে এই ঘটনা তা নিয়ে পুলিস ধন্দে। পরিবারের লোকজনও কিছু বলতে চাইছেন না। উদ্ধার হওয়া মোবাইলের সুত্র ধরে পুলিস তদন্ত শুরু করেছে। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তদন্তের অগ্রগতি হবে।    
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, জয়নগর থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন উজ্জ্বল। পাশাপাশি মাঝেমধ্যে নিজস্ব অটো করে দোকানে দোকানে লাড্ডু সরবরাহের কাজও করতেন তিনি। পরিবারের লোকজন বলেন, এদিন ভোর ৪টের সময় অটো নিয়ে লাড্ডু সরবরাহের কাজে বেরিয়েছিলেন উজ্জ্বল। এরপর সকাল সাতটা নাগাদ রাস্তার ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। কেউ খুন করে রাস্তার পাশে ফেলে দিয়েছে বলেই মনে করছে পরিবারের লোকজন। উজ্জ্বলের স্ত্রী শেফালি সরদার বলেন, ওঁর কোনও শত্রু ছিল না। সবাই ওকে ভালোবাসত। ওঁকে খুন করা হয়েছে। তিনি আরও বলেন, লাড্ডু সরবরাহ শেষে বাজার থেকে কী কী আনতে হবে জানতে চেয়ে রোজ সকাল সাতটায় ফোন করতেন। এদিন ফোন করেননি বলে আমিই যোগাযোগ করি, কিন্তু ফোনটা টানা বেজে যায়। পরে এক বন্ধু জানান, উজ্জ্বল এদিন লাড্ডু সরবরাহ করতে যাননি। অটো খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও ওই অটো নিয়ে কেন বেরিয়েছিলেন, তা জানি না। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা