কলকাতা

বউবাজারে তীব্র জলকষ্ট, সমস্যা সমাধানে শুরু হতে চলেছে কাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হল বউবাজার। বাজার-দোকান-অফিস-হাসপাতাল-গৃহস্থ বাড়ি ইত্যাদি নিয়ে জমজমাট এলাকা। ঘন জনবসতিপূর্ণ এই এলাকার অলিতে গলিতে পানীয় জলের কষ্ট। এখানে জল সরবরাহ অনিয়মিত। বছর কেটে গেলেও পরিষেবার উন্নতি হয়নি। উল্টে দিনের পর দিন জলের বেগ কমছে বলে অভিযোগ। তবে পরের বছর গরম পড়ার আগে সমস্যার সমাধান হবে বলে এখন আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। এই শীতেই নতুন পাইপলাইন বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে।
এই অঞ্চলের মানুষের অভিযোগ, বউবাজারের বাবুরাম শীল লেনে রাস্তায় থাকা কল থেকে জল পড়ে সরু সুতোর মতো। বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জলের লাইনের অবস্থা আরও খারাপ। একই ছবি মদন দত্ত লেন, গোপাল মল্লিক লেন এবং জগবন্ধু লেন সহ বেশ কয়েকটি এলাকায়। সকাল-বিকেল জল এলেও তা পর্যাপ্ত নয়। ফলে নিয়মিত জল কিনে খেতে হয় বাসিন্দাদের। বাড়িতে কোনও অনুষ্ঠান হলে পুরসভা থেকে জলের গাড়ি আনাতে হয়। দত্ত পরিবার বাবুরাম শীল লেনের দীর্ঘদিনের বাসিন্দা। পরিবারের কর্তা স্বপন দত্ত বলেন, ‘গত কয়েক বছর ধরেই জলের কষ্ট ক্রমশ বাড়ছে। এ বছর জগদ্ধাত্রী পুজোর আগে থেকে পানীয় জলের সরবরাহ কমেছে। পুরসভা থেকে জলের গাড়ি আনাতে হয়েছিল।’ ওই বাড়ির বধূ শম্পা দত্ত বলেন, ‘সরু সুতোর মতো জল পড়ে। চৌবাচ্চা ভরতে চায় না। সকালে অফিস টাইমে খুব সমস্যা হয়। পাইপে মুখ লাগিয়ে টেনে জল বের করতে হয়। কোনও কোনও বাড়ি বাধ্য হয়ে লাইন নিচু করেছে।’  এই অসহনীয় অবস্থার কথা স্বীকার করেছেন এই এলাকার (৪৮ নম্বর ওয়ার্ড) কাউন্সিলার বিশ্বরূপ দে। তিনি বলেন, ‘ওই গলিগুলিতে ঘুরে এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে জেনেছি, দীর্ঘদিনের পাইপলাইন বলে কোথাও লিকেজ বা কোথাও পাইপ সরু থাকায় জল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি মেয়রকে জানিয়েছি। আগামী গ্রীষ্মের আগে জলকষ্ট দূর করার আশ্বাস দিয়েছেন মেয়র।’ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, কলকাতার প্রাণকেন্দ্রে জলকষ্ট থাকা উচিত নয়। পানীয় জল সরবরাহ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ওখানে প্রয়োজনে পাইপলাইন পরিবর্তনের কাজ করতে হবে।  গলিতে পাইপ বসাতে হবে। এই কাজ শীতের মধ্যেই করা হবে। যাতে গরম পড়লে বাসিন্দারা আর না ভোগেন।
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা