কলকাতা

জল নিয়ে বিবাদ, ভাইকে  পিটিয়ে খুন করল দাদা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সামান্য জল নিয়ে বিবাদ। তাকে কেন্দ্র করে ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগ দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেলগেটের কাছে শান্তিনগর এলাকায়। মৃতের নাম মহেন্দ্র সাউ (৪৫)। তিনি পেশায় টোটোচালক। কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যুর খবর রবিবার জানাজানি হতেই এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা ২৯ নম্বর রেলগেট অবরোধ করেন। পরে পুলিস গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করে। 
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পানীয় জল নিয়ে দীর্ঘদিন ধরেই মহেন্দ্র সাউ ও তাঁর দাদা বিনোদ সাউয়ের মধ্যে বিবাদ ছিল। বুধবার সেই বিরোধ চরম আকার নেয়। মহেন্দ্র সাউ তখন ট্যাপের জলে স্নান করছিলেন। অভিযোগ, সেই সময় বিনোদ ভাইয়ের উপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করে, ভারী কিছু বস্তু দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবারই তাঁকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার তাঁর মৃত্যু হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বিনোদ এর আগে নিজের মায়ের উপরও হামলা চালিয়েছিল। অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিস জানিয়েছে।
 মহেন্দ্র সাউ
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা