কলকাতা

মিড ডে মিল না দেওয়ায় স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মিড ডে মিল নিয়ে ডামাডোল চলছিলই। শনিবারও মিড ডে মিল না দেওয়ায় পড়ুয়া ও শিক্ষকদের স্কুল থেকে বের করে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। পাশাপাশি দ্রুত মিড ডে মিল চালু করার জন্য বিদ্যালয়ের ভেতরে পোস্টার হাতে বিক্ষোভও দেখালেন তাঁরা। ঘটনা দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুকবেড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। জানা গিয়েছে, ওই প্রাথমিক স্কুলে মোট পড়ুয়া ৫০ জন। আগে স্কুলে শিক্ষক ছিলেন তিনজন। একজন বদলি হয়ে যাওয়ায় বর্তমানে স্কুলে শিক্ষক আছেন দু’জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর দে, সহকারী শিক্ষক চৈতন্য পাল। খাতায় কলমে ৫০ জন ছাত্রছাত্রী থাকলেও স্কুলে ৮ থেকে ১০ জন আসে বলে দাবি গ্রামবাসীদের। ছাত্র-ছাত্রী কম আসায় গত এক সপ্তাহ ধরে তাদের মিড ডে মিল দেওয়া হচ্ছে না বলে অভিভাবকদের অভিযোগ। শনিবারও ছাত্রছাত্রী এবং শিক্ষকরা এসেছিলেন। কিন্তু মিড ডে মিল হয়নি। এক অভিভাবক আজমিরুল হক বলেন, গত এক সপ্তাহ ধরে কোন মিড ডে মিল দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ের শৌচাগারে রেখে দেওয়া হয় মিড ডে মিলের চাল। এর প্রতিবাদ জানাতেই আমরা বিক্ষোভ দেখিয়েছি। যদিও এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে চাননি। এদিকে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা