কলকাতা

নির্মাণকাজে দূষণ ঠেকাতে কঠোর পুরসভা, নিয়ম ভাঙলে সর্বাধিক ৫০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে তৈরি হচ্ছে নতুন বাড়ি। মাথা তুলছে বহুতল আবাসন। কিন্তু সর্বত্র পরিবেশ বিধি মানা হচ্ছে না।  রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পুরসভার নির্দেশ না মেনেই চলছে নির্মাণকাজ। কোথাও নির্মীয়মাণ বাড়ির সামনে রাস্তায় খোলা পড়ে থাকে স্টোন চিপ, বালি কিংবা সিমেন্ট। কোথাও আবার কাজ চলাকালীন ধুলোয় ঢেকে যাচ্ছে আশপাশ। এসব কারণে শহরে দূষণ বাড়ছে। এই পরিস্থিতি তৈরি হওয়ায় কঠোর পদক্ষেপ নিতে চাইছে পুর কর্তৃপক্ষ। পুরসভার নির্দেশ, ৫০০ বা তার বেশি বর্গমিটার আয়তনের নির্মাণ হলে সেখানে লাগাতে হবে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। ২৪ ঘণ্টা সেটির সেন্সরে ধরা পড়বে নির্মাণস্থলের ডাস্ট (ধুলো), সাউন্ড পলিউশন (শব্দদূষণ) সহ আরও কিছু দূষণের মাত্রা। বিধি না মেনে নির্মাণ করলে মোটা টাকা জরিমানা করা হবে। আয়তন বিশেষে তার অঙ্ক ২০০০ টাকা থেকে ৫০ হাজার টাকা। তা গুণতে হবে নির্মাণকারীকে। এই কাজ সঠিকভাবে হচ্ছে কি না, 
দেখতে ফের পুরসভার সমস্ত আধিকারিকদের নিয়মিত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থপতি, লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার (এলবিএস) সহ নির্মাণকাজে জড়িত সংস্থাগুলিকে সতর্কবার্তা পাঠাচ্ছে পুরসভা। নির্মাণকাজ চলাকালীন দূষণ হওয়া নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজেও অসন্তুষ্ট। তিনি এ বিষয়ে কমিশনারকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন বলে জানা গিয়েছে। শুক্রবার পুর কমিশনার বিনোদ কুমার বিল্ডিং বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাধ্যতামূলকভাবে পরিবেশ বিধি মানতে হবে। পুর আধিকারিকরা জানান, শহরে পরিবেশ দূষণ বৃদ্ধির অন্যতম কারণ নির্মাণকাজ। এ সংক্রান্ত নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। কিন্তু সেটা মানা হচ্ছে না। এবার আরও কড়া সংশোধনী এনে সবাইকে পুনরায় নির্দেশ দেওয়া হচ্ছে। নির্মাণস্থল ঘিরে কাজ করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, ধুলো ওড়া বন্ধ করতে জল দিতে বলা হয়েছে। কী কী নিয়ম মানতে হবে, তার জন্য ২৬ দফা নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা