কলকাতা

জলের সমস্যা দূর করতে গভীর নলকূপ বসবে একাধিক ওয়ার্ডে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুরসভা এলাকায় জলসঙ্কট দূর করতে এবার নয়া উদ্যোগ নিচ্ছে ডায়মন্ডহারবার পুরসভা। একাধিক ওয়ার্ডে এবার তারা বসাতে চলেছে ডিপ টিউবওয়েল। যদিও প্রশ্ন উঠছে, যেখানে ভূগর্ভস্থ জলের মাত্রা ক্রমশ নেমে যাচ্ছে, সেখানে নতুন করে ডিপ টিউবওয়েল বসিয়ে জল সরবরাহ করার পরিকল্পনা কতটা যুক্তিযুক্ত? এ ব্যাপারে অবশ্য পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসের বক্তব্য, প্রাথমিকভাবে ভূগর্ভস্থের জল ব্যবহার করা হলেও আগামী দিনে গঙ্গার জল শোধন করে ভূগর্ভস্থ রিজার্ভারে রাখা হবে। পরে সেই রিজার্ভারের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে টিউবেওয়েলের সংযোগ করা হবে। তখন সেই জলই পাম্প করে তুলবেন বাসিন্দারা।
জানা গিয়েছে, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৪, ১৬ নম্বর ওয়ার্ডে এই গভীর নলকূপ বসানো হবে। এই পরিষেবা চালু হয়ে গেলে আশপাশের ওয়ার্ডের মানুষজনও এই টিউবওয়েল থেকে জল নিতে পারবেন। এতে গোটা পুর এলাকা জুড়েই জলের সমস্যা মিটতে পারে বলেই আশাবাদী পুরসভা। বর্তমানে যে জল এখন ওয়ার্ডে ওয়ার্ডে আসে, তা নিয়ে কমবেশি অসন্তোষ রয়েছে বাসিন্দাদের মধ্যে। কারণ অনেক ক্ষেত্রে জলের চাপ মোটেও থাকে না। সরু হয়ে পড়ার কারণে খুব বেশি জল মজুত করে রাখারও সুযোগ পান না বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা নিয়েই দিন চলছিল। ভাইস চেয়ারম্যানের কথায়, বাসিন্দাদের সুরাহা দিতে সব মিলিয়ে ১০টি গভীর নলকূপ বসানো হবে। এই কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এদিকে আগামী দিনে ভূগর্ভের জল ব্যবহার না করে কীভাবে এই পরিষেবা চালু রাখা যায়, তা নিয়ে বৈঠকও করে ফেলেছে পুরসভা। জানা গিয়েছে, ডোঙারিয়া থেকে পাইপলাইনের মধ্যেমে জল তুলে ডায়মন্ডহারবারের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পাঠানো হবে। চারটি নয়া ওভারহেড ট্যাঙ্ক তৈরি করে, তাতে শোধিত জল মজুত করা হবে। এরপর পাইপলাইনের মাধ্যমে ভূগর্ভের রিজার্ভারে পাঠানো হবে সেই জল। রাজর্ষিবাবুর কথায়, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই প্রকল্প নামানো হচ্ছে।
8Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা