কলকাতা

ডায়মন্ডহারবারে তৈরি হবে নতুন ফুটপাত, বসবে আলো

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার শহরে চলাফেরা করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় পথচারীদের। কারণ, এখানে সব জায়গায় রাস্তার পর্যাপ্ত ফুটপাত নেই। কোথাও কোথাও ফুটপাত থাকলেও তা এমনভাবে দখল হয়ে গিয়েছে যে কারও পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি থেকে রেহাই দিতে ডায়মন্ডহারবার পুরসভা নতুন করে ফুটপাত তৈরি এবং পর্যাপ্ত আলো লাগানোর উদ্যোগ নিল। পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, ‘৬ কোটি টাকা খরচ করে শহরের সৌন্দর্যায়ন করা হবে। টেন্ডার হয়ে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে।’ 
কপাটহাট থেকে ডায়মন্ডহারবার হাসপাতাল পর্যন্ত রাস্তার পাশের জায়গা কার্যত দখল হয়ে গিয়েছিল। পুরসভা প্রথমে রাস্তার এই অংশ দখলমুক্ত করেছে। সেখানে তৈরি হবে ফুটপাত। এক কিলোমিটার অংশে এই কাজের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, বর্ষায় হাসপাতালের ভিতরে যাতে জল না জমে যায়, তার জন্য বিশেষ পাম্প বসানো হবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। সেই সঙ্গে কপাটহাট থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার ধারে আলোর ব্যবস্থা করা হবে। জাতীয় সড়ক হলেও এই অংশে সর্বত্র পর্যাপ্ত আলো নেই। তাছাড়া এই রাস্তা সারাক্ষণই ব্যস্ত থাকে। বিশেষ করে সন্ধ্যার পর ভিড় থাকে বেশি। সেই জন্য এলইডি আলো বসিয়ে গোটা রাস্তা আলোকিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২ কোটি টাকা। স্থানীয় মানুষজনের কথায়, এই দু’টি কাজ বহুদিন আগেই করা দরকার ছিল। তবে কাজ যাতে দ্রুত শেষ হয়, সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে। 
8Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা