বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

পাটুলি মোড়ে নজরদারি চালাতে কাচের দোতলা আউটপোস্ট ট্রাফিকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইদানীং বাইপাসের পাটুলিতে গড়ে উঠেছে ফুড স্ট্রিট। দক্ষিণেশ্বরের আদলে গড়ে উঠেছে প্রতীকী মন্দির। বেশ রাত পর্যন্ত সব বয়সের লোকেরা এখানে ভিড় করে থাকেন। তাই এবার এই এলাকায় বিশেষ নজরদারি চালানোর পরিকল্পনা নিল কলকাতা ট্রাফিক পুলিস। পাটুলি মোড়ে তৈরি হয়েছে গড়িয়া ট্রাফিক গার্ডের দোতলা আউটপোস্ট। শুক্রবার সন্ধ্যায় এই আউটপোস্টের উদ্বোধন করেন কলকাতা পুলিসের কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘পুজোর আগে গড়িয়া গার্ডের আউটপোস্ট চালু করছি কারণ, এটি বাইপাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডর। ট্রাফিকের সুবিধার জন্য এই ব্যবস্থা শুরু করা হল।’
পুলিসের দাবি, দোতলা সমান উঁচু আউটপোস্টের কাচের জানলা থেকে সহজেই গোটা পাটুলি বাইপাস চত্বরে কড়া নজর রাখা যাবে। এছাড়াও ওই আউটপোস্টের ভিতর তৈরি হয়েছে কনফারেন্স হল। অনেক সময়েই ট্রাফিক সংক্রান্ত বিষয়ে বৈঠকের জন্য পুলিস আধিকারিকরা আসেন। সেক্ষেত্রে এখানেই সেসব বৈঠক করা যাবে। এমনকী পুজোর প্রতিমা ভাসানের সময়েও এই পাটুলি মোড়ে পুলিস মোতায়েন করা হয়। বৃষ্টির সময় কর্তব্যরত পুলিস আধিকারিকদের সমস্যায় পড়তে হয়। তাঁদের জন্যও এই আউটপোস্ট কাজে লাগবে। পুলিস সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই ওই অঞ্চলে বসানো ক্যামেরাগুলোয় ফুটে ওঠা ছবি দেখার জন্য টিভিও বসানো হবে আউটপোস্টে। 

23rd     September,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ