কলকাতা

তৈরি হলেও এখনও খোলেনি মৎস্যবন্দরের কোল্ড স্টোরেজ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মৎস্যজীবীদের সুবিধার্থে সরকারি উদ্যোগে কাকদ্বীপ বন্দরে তৈরি করা হয়েছিল মাছের কোল্ড স্টোরেজ। তারপর কেটে গিয়েছে পাঁচ বছর। বর্তমানে সেটি তালা বন্ধ অবস্থায় পড়ে। কোনও এক অজ্ঞাত কারণে এই কোল্ড স্টোরেজটি চালু করা যায়নি। মৎস্যজীবীরা বলেন, ধরে এনে জাল থেকে ছাড়িয়ে বাজারে পাঠাতে পাঠাতে অনেক মাছ নষ্ট হয়ে যায়। ফলে মাছের দামও ভালো পাওয়া যায় না। সেই সমস্যা সমাধানের জন্যই দক্ষিণ ২৪ পরগনার সব থেকে বড় এই মৎস্য বন্দর, কাকদ্বীপে তৈরি করা হয়েছিল এই কোল্ড স্টোরেজটি। কোটি কোটি টাকার এই সরকারি সম্পত্তি এখন পড়ে পড়ে নষ্ট হতে শুরু করেছে। কবে তা চালু করা যাবে, তার সদুত্তর কেউই দিতে পারছেন না বলে অভিযোগ। এ বিষয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, প্রযুক্তিগত কিছু কারণে স্টোরেজটি আজ পর্যন্ত চালু করা যায়নি। সেটি চালু করার জন্য মৎস্যমন্ত্রীকে জানানো হয়েছে।  
এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, তিন চার বছর বাদে মৎস্যজীবীরা একটু মাছের মুখ দেখেছেন। বেশ কিছু ছোট ছোট ট্রলারও প্রচুর পরিমাণের মাছ নিয়ে আসতে শুরু করেছিল। কোল্ড স্টোরেজটি এই সময়ে পাওয়া গেলে মাছগুলিকে কিছু সময়ের জন্য স্টোর করে রাখা যেত। মৎস্যজীবীদের সুবিধা হতো। কিন্তু কী কারণে সেটি চালু করা যায়নি, আমরা জানি না। এদিকে, সমস্যা আরও রয়েছে। সেটা হল, মৎস্য বন্দরের খালটির  নাব্যতাও কমে গিয়েছে। যার ফলে জোয়ার ছাড়া দিনের অন্য সময়ে কোনও ট্রলার বন্দরে ঢুকতে পারে না। স্বাভাবিকভাবেই কাকদ্বীপের মৎস্যজীবীদের কাছে গুরুত্ব হারাতে শুরু করেছে এই বন্দর।
নিজস্ব চিত্র
10Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা