বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

১৭ লক্ষ প্রতারণা: ধর্মতলা থেকে গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যান্টিক সামগ্রী বিক্রির নামে প্রতারণার অভিযোগে ধর্মতলা চত্বর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের পুলিস। মাস ছয়েক ধরে এই অভিযুক্তকে খুঁজছিল উত্তরপ্রদেশের বিভূতিখণ্ড থানার পুলিস। অবশেষে মোবাইল লোকেশন ট্র্যাক করে শুক্রবার সুলতান আহমেদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা। এই এলাকাটি নিউ মার্কেট থানার অধীন। পুলিস সূত্রের খবর, লখনউয়ের এক ব্যক্তিকে অ্যান্টিক সামগ্রী বিক্রির টোপ দিয়ে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই অভিযুক্ত। ওই টাকা পাঠিয়ে দেওয়ার পরেও জিনিস হাতে না পাওয়ায় থানায় অভিযোগ জানান ওই ব্যক্তি। তদন্তে দেখা গিয়েছে, অভিযুক্ত অ্যান্টিক বলে যে সব সামগ্রী বিক্রি করত, তা সবই ভুয়ো। পুলিসের দাবি, ক্রেতাকে বলা হয়েছিল, তার কাছে যে অ্যান্টিক সামগ্রী রয়েছে, সেখানে তেজস্ক্রিয় বিকিরণ হয়, এমন একটি পাথর বসানো আছে। অভিযুক্ত ক্রেতাদের বলে বেড়াত, তার কাছে যে সব অ্যান্টিক সামগ্রী রয়েছে, তার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এসব বলেই বিভিন্ন রাজ্যের সংগ্রাহকদের ঠকাতো এই ব্যক্তি, এমনটাই জানতে পেরেছেন উত্তরপ্রদেশ পুলিসের আধিকারিকরা। পুলিসের দাবি, কলকাতায় বসে দেশের বিভিন্ন রাজ্যে এজেন্ট নিয়োগ করেছিল এই ব্যক্তি। এজেন্টরাই ক্রেতাদের ধরে নিয়ে আসত। সুলতান মাঝেমধ্যে নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে ক্রেতাদের সঙ্গে দরাদরি করত। এর পিছনে কোনও আন্তর্জাতিক চক্র যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। এদিনই ব্যাঙ্কশাল আদালত থেকে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে লখনউ নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে তারা। 

10th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ