বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সতীর্থ কাউন্সিলারের বিরুদ্ধেই পুলিস
কমিশনারকে নালিশ পুর প্রতিনিধিদের
ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়া পুরসভার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারাকপুর পুলিস কমিশনার অফিস পর্যন্ত গড়াল। ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সত্যেন রায়ের বিরুদ্ধে ২৪ জন কাউন্সিলার সোমবার পুলিস কমিশনার অলক রাজোরিয়ার কাছে লিখিত অভিযোগ জানান। মাসখানেক আগেই সত্যেনবাবুর স্ত্রী তাঁর স্বামীর উপর হামলা হওয়ার আশঙ্কা করে পুলিসকে চিঠি দিয়েছিলেন। এরপর সত্যেনবাবুর উপর হামলা হয়। হামলার বিষয়েও অভিযোগ জানানো হয়েছিল পুলিসকে। এবার তাঁর বিরুদ্ধে ২৪ জন কাউন্সিলার এসে পুলিস কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।
কয়েকদিন আগেই ভাটপাড়া পুরসভার ভিতরেই অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলার সত্যেনবাবুকে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ঘটনার জের টিটাগড়ে জেলা তৃণমূলের অফিস পর্যন্ত গড়িয়েছিল। সুবিচার চেয়ে সত্যেনবাবু জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এমনকী নিজে কাউন্সিলারের পদ ছাড়ার হুমকিও দিয়েছিলেন।  
সাংসদ অর্জুন সিংও কাউন্সিলার হামলার ঘটনায় সত্যেনবাবুর পাশে দাঁড়িয়েছেন। এমনকী দল কোনও ব্যবস্থা না নিলে জগদ্দল, কাঁকিনাড়ায় ‘যা রীতি’ তাই ঘটবে বলে হুমকিও দিয়েছিলেন। এই ঘটনায় চরম বিড়ম্বনায় পড়ে তৃণমূল নেতৃত্ব।  বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেছিলেন, খুব শীঘ্রই ভাটপাড়ায় গিয়ে সমস্যা সমাধান করব। তাপসবাবুর সেই আশ্বাস বাস্তবে ফলপ্রসূ হওয়ার আগেই ফের দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল। এদিন ভাটপাড়া পুরসভার ২৪ জন কাউন্সিলার দল বেঁধে পুলিস কমিশনারের কাছে অযথা পুলিসি হয়রানি এবং সত্যেন রায়ের বিরুদ্ধে অভিযোগ জানান। 
তাঁদের বক্তব্য, সত্যেনবাবু আমাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। মিথ্যা মামলা করছেন। পুরসভাকে নানাভাবে বদনাম করছেন। পুরসভার উন্নয়নে বাধা দিচ্ছেন। এই বিষয়ে তৃণমূল কাউন্সিলার সত্যেনবাবু বলেন, আমিও আগে অভিযোগ করেছি। পুলিস দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক। 
২৪ জন কাউন্সিলার পুলিস কমিশনারের অভিযোগ জানানো প্রসঙ্গে অর্জুন সিং বলেন, আমাদের দলের জেলা সভাপতি তাপস রায়। পুলিস কমিশনার তো জেলা সভাপতি নয়। তাহলে তাঁর কাছে কেন এসব অভিযোগ জানাতে গেলেন, আমি বলতে পারব না।

6th     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ