কলকাতা

ড্রিল দিয়ে ছাদ ফুটো করে জল, বহুতলের
আগুন নেভাতে নাস্তানাবুদ দমকল কর্মীরা
গণেশচন্দ্র অ্যাভিনিউ’র সরকারি দপ্তরে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘড়িতে তখন ১২টা ১০ মিনিট। ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হল ছাদ। তারপর সেখান দিয়ে জল ঢালা হল আগুনের উৎসস্থলে। অন্যদিকে, তখন নীচে নিয়ে আসা হয়েছে স্মোক এগজস্টার। সেটি দিয়ে ধোঁয়া বের করার কাজ চলছে। বৃহস্পতিবার এভাবে প্রায় ঘণ্টাখানেকের হুজ্জুতি শেষে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলের আগুন নিয়ন্ত্রণে আনল দমকল। এই বহুতল মূলত পরিবহণ ভবন নামে পরিচিত হলেও তাতে পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি সহ একাধিক সরকারি দপ্তরের অফিস রয়েছে। সকাল ১০টা নাগাদ আগুন লাগলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বেলা ১টায়। তারপরেও চলে কুলিংয়ের কাজ। নীচে তখনও স্থানীয় দোকানদার থেকে শুরু করে অফিস কর্মীদের থিকথিকে ভিড়। 
৪৫ নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের পাঁচতলা বহুতলে এদিন সকালে আগুন লাগে। জানা গিয়েছে, একদম উপরের তলায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় দোকানদার অলকরঞ্জন সাউ জানাচ্ছেন, আচমকা জানালা দিয়ে আগুনের ফুলকি বেরতে দেখা যায়। হইহই করে অফিসের কয়েকজন কর্মী ছুটে নীচে নেমে আসেন। খবর যায় দমকলে। ধাপে ধাপে প্রথমে পাঁচটা, তারপর দু’টি এবং পরে আরও তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এমন জায়গায় আগুন লেগেছিল যে, তা আয়ত্তে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। পাশের ভবনের ছাদ থেকে শুরু হয় জল দেওয়ার কাজ। তীব্র ধোঁয়ায় তখন চারিদিক ঢেকে গিয়েছে। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। বিষাক্ত ধোঁয়ার জেরে ভেতরে ঢুকতে পারছিলেন না দমকল কর্মীরা। তখনই কেটে গিয়েছে প্রায় দু’ঘণ্টা। কিন্তু আগুনের উৎসস্থলে কোনওভাবেই পৌঁছনো যাচ্ছিল না। তখনই সিদ্ধান্ত হয়, ছাদ ফুটো করে জল দেওয়া হবে। পৌনে বারোটায় নিয়ে আসা হয় ড্রিল মেশিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় ছাদ ফুটো করে জল দেওয়া হয় উৎসস্থলে। 
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক কর্মী জানাচ্ছেন, তখন সবেমাত্র অফিসে এসেছি। আচমকাই আগুনের শিখা দেখতে পাই। আর অপেক্ষা না করে সোজা ছুটে নীচে নেমে আসি। গোটা অফিসেই তখন হাতে গোনা কয়েকজন কর্মী ছিলেন। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে। জানা দিয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের বহু জরুরি নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসার পর তিনি ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখেন। কিন্তু, খোদ সরকারি অফিসে অগ্নি নির্বাপক ব্যবস্থার হাল নিয়ে প্রশ্ন উঠেছে। সেকথা স্বীকার করেছেন দমকল মন্ত্রীও। তিনি বলেন, অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে কাজ করেনি। তাই এত সমস্যা হয়েছে। এ বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জানান, কীভাবে আগুন লাগল, অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন ছিল, সবটা জানতে রিপোর্ট চেয়েছি। 
দমকলের প্রাথমিক অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছিল। তবে অফিস কর্মীদের একাংশের বক্তব্য, এসি থেকেও আগুন লেগে থাকতে পারে। ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।
জ্বলছে অফিস। ছবি: সায়ন চক্রবর্তী
14Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা