বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাঁটতে বেরিয়ে দুষ্কৃতীদের খপ্পড়ে, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের দিকে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। সেখানেই ঘটল বিপত্তি। পুলিস সূত্রে খবর, কড়েয়া থানা এলাকায় আচমকা দুষ্কৃতীরা হামলা করে ওই ব্যক্তির উপর। জনা তিনেক দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে প্রথমে ১০ হাজার টাকা চায়। তাঁর হাতে টাকাকড়ি কিছুই ছিল না। রাগের মাথায় লোহার ভারী বস্তু দিয়ে দুষ্কৃতীরা আঘাত করে ওই ব্যক্তিকে। তারপরেই দামি ফোনটি আছাড় মেরে ভেঙে ফেলা হয়। আর ২৫ হাজার টাকার ইয়ারপডটি নিয়ে চম্পট দেয় তারা।
পুলিসের অনুমান, দামি ফোন সহজেই ট্র্যাক করা যায়। তাই ফোনটি নিয়ে যায়নি দুষ্কৃতীরা। ঘটনায় মহম্মদ মেহতাব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। বুধবার আলিপুর আদালতে তোলা হলে তাকে ৫ জুন পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দু’জন এখনও অধরা।

1st     June,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ