বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দুই প্রতিবেশীর মধ্যে মারামারি
আঙুল বাদ রাজমিস্ত্রির, ধৃত ২
জমি নিয়ে বিবাদ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘর তৈরি নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল প্রতিবেশীদের মধ্যে। বুধবার তা মারাত্মক আকার নেয়। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে এক রাজমিস্ত্রির হাতের তিনটি আঙ্গুল কেটে বাদ চলে যায়। বুধবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার শানপুকুর এলাকায়। পুলিস জানিয়েছে, নসিব আলি মোল্লা নামে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। তাঁর বাঁ হাতের আঙ্গুল বাদ গিয়েছে। আর ইমান আলি মোল্লার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা ইমান আলি মোল্লার সঙ্গে জমি নিয়ে বিবাদ রয়েছে প্রতিবেশী শখের আলি মোল্লার। বিতর্কিত জমি থেকে কিছুটা অংশ বাদ দিয়ে ইমান আলি তাঁর বসত বাড়ি তৈ঩রির কাজ শুরু করেছিলেন। এই নিয়ে বাধা দেয় অপরজন ও তাঁর পরিবার। শুরু হয় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি। অভিযোগ, সেই সময় ইমান আলিকে বাঁশ, লোহার রড দিয়ে মারধর শুরু করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন ইমান আলির রাজমিস্ত্রি নসিব আলি মোল্লা। তখন লোহার রড কাটার মেশিন দিয়ে তাঁর উপর চড়াও হন শখের আলি। এতে ওই রাজমিস্ত্রির বাঁ হাতের তিনটি আঙ্গুল কেটে বাদ চলে যায়।
ঘটনার পর তাঁকে জিরানগাছা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ইমান আলি কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস শখের আলি মোল্লা সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

26th     May,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ