কলকাতা

একজন চিকিৎসকই সপ্তাহে আসেন মাত্র দু’দিন
নাটাবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরসা ফার্মাসিস্ট
 

সংবাদদাতা, বনগাঁ: হাসপাতাল আছে। রোগী আছে। ডাক্তারবাবু নেই! ডাক্তারবাবু নেই বললে অবশ্য একটু ভুল হবে। ডাক্তারবাবু সপ্তাহে মাত্র দু’দিন আসেন। বাকি দিনগুলিতে রোগী থাকলেও তাঁদের ভরসা ফার্মাসিস্ট। তিনিই চিকিৎসা করেন, তিনিই ওষুধ দেন। এটাই নিয়ম বাগদার নাটাবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে। এখানে একজন মাত্র চিকিৎসক। নাটাবেড়িয়ার পাশাপাশি আরও একটি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে তিনি। দুটি কেন্দ্র সামলানোর পাশাপাশি তাঁকে বিভিন্ন সময় স্বাস্থ্যদপ্তরেও যেতে হয়। সময় দিতে হয় টেলি মেডিসিন পরিষেবাতেও। সব সামলে রোগী দেখার সময় পান না তিনি।
বাগদার নাটাবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল আশপাশের একাধিক গ্রামের বাসিন্দা। এখন থেকে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের দূরত্ব ২০ কিলোমিটার। বাগদা গ্রামীণ হাসপাতাল আরও দূরে। ফলে এলাকাবাসীর একমাত্র ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। অথচ সপ্তাহের বেশিরভাগ দিনই চিকিৎসক থাকেন না। রাতে এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে সমস্যায় পড়েন বাসিন্দারা। প্রতিদিন গড়ে প্রায় দেড়শো রোগী চিকিৎসা করাতে আসেন এই স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসক না থাকায় বেশিরভাগ দিনই অবশ্য রোগীকে ফিরে যেতে হয়। অনেককেই আবার গ্রামের হাতুড়ে চিকিৎসকের উপর নির্ভর করতে হয়। বাগদার মথুরা গ্রামের বাসিন্দা আজিজুর মণ্ডল বলেন, সপ্তাহে দু’দিন ডাক্তারকে পাওয়া যায়। অন্যদিন সমস্যা হলে যিনি ওষুধ দেন তাঁকে বলে ওষুধ নিয়ে যাই। আরেক বাসিন্দা লক্ষ্মী দেবনাথ বলেন, রোজ ডাক্তারবাবু থাকেন না। ফলে আমাদের সমস্যায় পড়তে হয়। চিকিৎসা করাতে এসে ফিরে যেতে হয়।
বাগদা ব্লকের নাটাবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, একজন নার্স, একজন ফার্মাসিস্ট ও একজন গ্রুপ ডি কর্মী রয়েছেন। চিকিৎসককে নাটাবেড়িয়ার পাশাপাশি ব্লকেরই কনিয়াড়া স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব সামলাতে হয়। চিকিৎসক জানান, দপ্তরের নির্দেশে আমাকে কাজ করতে হয়। সপ্তাহে দু’দিন এখানে আসতেই হয়। বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রণব মল্লিক বলেন, সরকারি নিয়ম অনুযায়ী এই সব স্বাস্থ্যকেন্দ্রে একজন করেই চিকিৎসক থাকেন। ওই চিকিৎসককে কনিয়াড়া স্বাস্থ্যকেন্দ্রের বাড়তি দায়িত্ব দেওয়ায় একটু অসুবিধা হচ্ছে। চিকিৎসক না থাকায় বাকি দিনগুলিতে রোগীদের ভরসা ফার্মাসিস্টই। তিনিই চিকিৎসা করেন বলে সূত্রের দাবি।  নিজস্ব চিত্র
14Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা