বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন
দেখেন উচ্চ মাধ্যমিকে দশম সুদীপ
দর্জির ছেলের সাফল্যে খুশি দত্তপুকুর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাবা দর্জির কাজ করেন। বাবার দোকানেই কাজ করেন দাদাও। কোনওরকমে চলে সংসার। দত্তপুকুরের এমন এক হতদরিদ্র পরিবার থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করলেন সুদীপ পাল। কিন্তু তাঁর পড়াশোনা কীভাবে চালানো যাবে, এই নিয়ে যথেষ্ট চিন্তায় পরিবারের সদস্যরা।
দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠের ছাত্র সুদীপ পাল। তিনি এবার উচ্চ মাধ্যমিকে ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থানে। অত্যন্ত গরিব পরিবারের ছাত্র সুদীপ। বাবা সুশান্ত পালের টেলারিংয়ের দোকান রয়েছে। সুদীপ প্রথম থেকেই মেধাবী ছাত্র বলে পরিচিত। তাই পড়াশোনার ক্ষেত্রে কোনও সমস্যা হতে দেননি পরিবারের সদস্যরা। তবে সকলকে তাক লাগিয়ে দিয়ে রাজ্যে দশম স্থান অধিকার করায় পরিবারের লোকেরা এখন চিন্তিত। মা শিল্পী পাল এবং দাদা সন্দীপ পাল বলেন, ওঁর ভালো ফলাফলে আমরা খুবই খুশি। কিন্তু, আমাদের টেলারিংয়ের কাজ রোজই কমছে। স্বাভাবিকভাবে ওর পড়াশোনার খরচ কীভাবে চালাব, বুঝে উঠতে পারছি না। ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায়। এজন্য মোটা অঙ্কের টাকা খরচ হবে। কীভাবে অত টাকা পাব জানি না। তবে সবটুকু দিয়ে ওঁর ইচ্ছা পূরণ করব। সুদীপের বাবা সুশান্ত কুমার পাল বলেন, আমাদের রোজগার আগের থেকে এখন অনেকটাই কমে গিয়েছে। তাই চিন্তায় আছি। তবে ছেলে যেহেতু পড়তে চায়, তাই আমরা চেষ্টা করব ওঁর স্বপ্ন পূরণ করার। সুদীপের স্কুল শিক্ষকরা বলেন, অত্যন্ত মেধাবী ও অনুগত ছাত্র সুদীপ। ওর পরিবার গরিব। তবে পড়াশোনার ক্ষেত্রে আমরা ওঁর পাশে থাকব।  নিজস্ব চিত্র

26th     May,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ