বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আরবি ভাষায় মৃত্যুর শংসাপত্র
প্রৌঢ়ের শেষকৃত্যের জটিলতা
কাটাতে সাংসদের হস্তক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দু’মাস পর মৃতদেহ এসেছে আরব থেকে। কিন্তু তা দাহ করা নিয়ে সমস্যায় পরিবার। আরবি ভাষায় মৃত্যুর শংসাপত্র নিয়ে জটিলতায় হাবড়া পুরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শেখর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা সহ গোটা পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃতদেহ দাহ করতে পারেননি তাঁরা। বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার প্রথম থেকেই অসহায় পরিবারটির পাশে ছিলেন। শেষ পর্যন্ত তাঁর উদ্যোগেই দেহটি নতুন করে ময়নাতদন্তে পাঠানো হয়। আরবি ভাষায় লেখা মৃত্যুর শংসাপত্রের অনুবাদও করানো হয়। সাংসদ আশ্বাস দেন যে, রাতের মধ্যেই ময়নাতদন্তের পর মৃতদেহ হাতে পেয়ে যাবে ওই পরিবার। শেষকৃত্যও করতে পারবে। হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে স্ত্রী সুপর্ণা ও এক ছেলে নিয়ে ছিল শেখরের সংসার। তিনি সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ করতেন। গত ১ এপ্রিল স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন স্ত্রী। 
এরপর দেহ ফিরে পেতে থানা ও পুরসভায় যোগাযোগ করেন। কিন্তু সুরাহা মেলেনি। তখন সুপর্ণা দ্বারস্থ হন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের। সাংসদের চেষ্টাতেই বুধবার শেখরের দেহ সৌদি আরব থেকে কলকাতায় ফেরে। বিমানবন্দর থেকেই স্বামীর দেহ দাহ করার জন্য নিমতলা শ্মশানে নিয়ে যান সুপর্ণা। কিন্তু সেখানে বাধা। শেখরের মৃত্যুর শংসাপত্র আরবি ভাষায় লেখা ছিল। ফলে দেহ দাহ করতে নারাজ হয় শ্মশান কর্তৃপক্ষ। তখন ফের তাঁদের পাশে দাঁড়ান বারাসতের সাংসদ।  কয়েকজন মৌলানা ও রাজ্যসভার তৃণমূলের সাংসদ নাদিমূল হককে দিয়ে তিনি আরবি ভাষার মৃত্যুর শংসাপত্র অনুবাদ করিয়ে নেন। পাশাপাশি শেখরের দেহ নতুন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, বিষয়টি জানার পর দেহ এদেশে আনার জন্য চেষ্টা করি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়ে অনেক সাহায্য পেয়েছি। বুধবার দেহ ফিরেছে। তবে ময়নাতদন্তের কোনও রিপোর্ট দেওয়া হয়নি। কেবলমাত্র মৃত্যু শংসাপত্র পাঠানো হয় আরবি ভাষায় লিখে। তা নিয়েই সমস্যা হয়েছিল।

26th     May,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ