বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নিউ আলিপুরে ব্লেড দিয়ে
স্ত্রীর মুখে আঘাত, ধৃত স্বামী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে প্রকাশ্য রাস্তায় ব্লেড চালিয়ে স্ত্রী’র মুখ ফালাফালা করে দিলেন স্বামী। বুধবার সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর পেট্রল পাম্পের কাছে। গুরুতর জখম হয়েছেন স্ত্রী নাজমা বিবি। তাঁর মুখে ১২টি সেলাই পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিস অভিযুক্ত নৌসাদ আলিকে আটক করে নিউ আলিপুর থানার হাতে তুলে দেয়। টেলিফোনে যোগাযোগ করা হলে জখম নাজমা বিবি বলেন, আমি কাজ সেরে বাড়ি ফিরছিলাম। আচমকা পিছন থেকে আমার গালে ব্লেড চালিয়ে দেয় আমার স্বামী। ধারালো ব্লেডের আঘাতে কানের পাশ থেকে ঠোট পর্যন্ত আড়াআড়িভাবে ফালাফালা হয়ে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিস আমার স্বামীকে ধরে ফেলেন। না হলে, হয়তো আজ আমাকে খুন করে দিত। এর আগে আক্রায় থাকাকালীন ও আমাকে খুন করার চেষ্টা করেছিল। সেবার প্রতিবেশীরা আমাকে বাঁচিয়েছিলেন।  নাজমার দাবি, ‘আমার স্বামী বেকার। আমি পরিচারিকার কাজ করি। যা টাকা পাই, তা দিয়ে কোনওমতে সংসার চলে। এদিকে, বাড়ি ভাড়া সাত হাজার টাকা বাকি পড়ে গিয়েছে। আমি কাজে গেলে স্বামী সন্দেহ করে। সেকারণে আমার পিছনে পিছনে যেত। এই সন্দেহ থেকেই আমার উপর হামলা চালিয়েছে স্বামী’। স্ত্রী’র উপর হামলার ঘটনায় নিউ আলিপুর থানার পুলিস জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে নৌসাদকে গ্রেপ্তার করেছে।

30th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ