বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

২৪ ঘণ্টা পরও আততায়ীকে 
গ্রেপ্তারে ব্যর্থ কেএলসি থানা
কিশোরী খুনে জড়িত চারজন, অনুমান তদন্তকারীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও কিশোরী খুনে পলাতক প্রেমিককে গ্রেপ্তার করতে ব্যর্থ কেএলসি থানা। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় রাতভর তল্লাশি অভিযান চালিয়েও খালি হাতে ফিরতে হয়েছে কেএলসি থানার পুলিসকে। তবে পলাতক প্রেমিকের দাদাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
খুন হওয়া কিশোরীর মোবাইল ফোনটির হদিশ মিলেছে। লালবাজার জানিয়েছে, যে ভেড়ি থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল, ঠিক তার পাশের জঙ্গল থেকে ওই মোবাইলটি মিলেছে। কিশোরীর মোবাইল থেকে এই খুনে উল্লেখযোগ্য সূত্র মিলতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। তাই উদ্ধার হওয়া মোবাইলটি ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে।   
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, প্রাথমিক তদন্তে কলকাতা পুলিস জানতে পেরেছে, কেএলসি-র এই নৃশংস খুনের ঘটনায় অন্তত চারজন দুষ্কৃতী জড়িত রয়েছে। কিন্তু কেন ওই কিশোরীকে চারজন মিলে খুন করতে গেল, তা নিয়ে এখনও অন্ধকারে কলকাতা পুলিসের গোয়েন্দারা। উল্লেখ্য, ২৫ মার্চ সকালে নিখোঁজ হন বছর ষোলোর ওই কিশোরী।  সোমবার কেএলসির পুকুরাইট গ্রাম থেকে দুই কিমি দূরে একটি ভেড়ি থেকে হাতা বাঁধা দেহ উদ্ধার হয় ওই তাঁর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, মাথায় আঘাতের পাশাপাশি গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। এদিকে, এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই কিশোরীর। কিন্তু ঘটনার পর থেকে সেই প্রেমিক পলাতক। তাই পুলিসের প্রাথমিক সন্দেহ গিয়ে পড়েছে ওই প্রেমিকের দিকেই। স্বাভাবিকভাবেই এই কিশোরী খুনে আততায়ী এখনও ধরা না পড়ায়, ক্রমশ ক্ষোভ বাড়ছে কেএলসি থানার পুকুরাইট এলাকায়। মঙ্গলবার সকালে ক্ষিপ্ত গ্রামবাসীরা কেএলসি থানার সামনে এক দফা বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি বিকেলেও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। 

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ