কলকাতা

বি আর সিং হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে শিয়ালদহে বি আর সিং হাসপাতলের একতলায় বাথরুমের দিকে একটি স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। হাসপাতাল চত্বরে আগুন লাগার কারণে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে খবর, এদিন বেলা আড়াইটে নাগাদ হাসপাতলের এম ডি ভবনের পিছনে বাথরুমের গায়ে থাকা স্টোররুমে আগুন লাগে। সেখানে প্রচুর কাগজ ছিল। কোনওভাবে সেই কাগজেই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, বেলা আড়াইটা নাগাদ আগুন লেগেছিল। আমাদের চিকিৎসক ও কর্মীরাই আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে, কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি।
তবে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। এক রোগীর আত্মীয় সুনীল বিশ্বাস বলেন, কাগজের বান্ডিলে আগুন লেগেছিল। দমকল তৎপরতার সঙ্গে কাজ করেছে। অল্প অল্প করে আগুন বেরোচ্ছিল। আরেক ব্যক্তি ভবেশ গড়াই জানিয়েছেন, স্ত্রী এখানে ভর্তি রয়েছেন। তাই ভয় পেয়েছিলাম। তবে, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছিল। কী কারণে আগুন লেগেছিল, তা অবশ্য স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। জেনারেটর ঘরের কাছেই ছিল ওই স্টোররুম। ফলে, বড় দুর্ঘটনারও আশঙ্কা ছিল। তবে, তা এড়ানো গিয়েছে।
16Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা