বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হেলমেটহীন পুলিসের কি ফাইন লাগে না?
স্বয়ং কমিশনারকে ট্যাগ করে প্রশ্ন টুইটারে
ট্যাক্স-ইনশিওরেন্স, ফিটনেস ফেল,বাহনের বয়স ৩২ বছর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘একটু জানতে ইচ্ছা করে, আমাদের মতো সাধারণ মানুষ কি শুধু হেলমেট পড়বে? আপনারা ক্যামেরাতে ছবি দেখিয়ে বলেন, ফাইন না দিলে গাড়ি আটকে রাখা হবে, কিংবা কোর্ট থেকে ছাড়িয়ে নিতে হবে। তো স্যর, কলকাতা পুলিসের চাকরি করলে কি এইসব ফাইন দিতে হয় না?’— টুইটারে ঠিক এই ভাষাতেই কলকাতা পুলিসকে আক্রমণ করলেন এক সাধারণ মানুষ। 
স্বয়ং পুলিস কমিশনার ও ট্রাফিক বিভাগকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন তিনি। নাম অভিষেক চৌধুরী। তিনি নিজে বাইক চালান। সোমবার বাড়ি ফেরার পথে তিনি দেখেন, দুই পুলিসকর্মী বাইকে চেপে যাচ্ছেন। পিছনের সিটে এক মহিলা কনস্টেবল। তিনি বিনা হেলমেটে সফর করছেন। সেই ছবি তুলে পোস্ট করেন যুবক। মঙ্গলবার সকালে সেই পোস্টের ‘রিপ্লাই’ দেয় ডেপুটি কমিশনার (ট্রাফিক)। তিনি লেখেন, ‘ওই বাইকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত, তা বিবেচ্য নয়।’ সংশ্লিষ্ট বাইকের নম্বর ডব্লুবি০১বি৬০০২। তার উপরে ‘পুলিস’ স্টিকার লাগানো। নম্বরপ্লেট থেকে জানা গিয়েছে, বাইকটি ৩২ বছরের পুরনো। ১৯৯১ সালের ২ মার্চ সেটি কেনা হয়েছিল। এরপর একাধিকবার হাতবদল হয়েছে সেটি। বাইকটির ট্যাক্স, ইনসিওরেন্স, ফিটনেস সবকিছুর মেয়াদই বহুদিন আগে শেষ হয়ে গিয়েছে। পরিবহণ দপ্তর সূত্রের দাবি, বাইকের ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ১ মার্চ, ২০০৬। ২০২০ সাল থেকে বাইকটির কোনও ট্যাক্স জমা পড়েনি। পাশাপাশি, ইনসিওরেন্সও ‘ফেল’। শুধু তাই নয়, বাইকটির বর্তমান মালিকের কোনও তথ্য পরিবহণ দপ্তরের কাছে নেই। এমন বাইক কীভাবে রাস্তায়? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ