বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আজ শহরে  চারটি দলের
কর্মসূচি ঘিরে শঙ্কা যানজটের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার শাসক-বিরোধী দু’পক্ষই নামছে রাজপথে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে শহিদ মিনারের সামনে সমাবেশে ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ সকালে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ধর্নায় বসবে বিজেপি। রাজ্য-কেন্দ্র দুই শাসকের বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনা ইস্যুতে রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস মোড় পর্যন্ত মিছিলের পরিকল্পনা রয়েছে বামেদের। দুপুর ২টো থেকে শুরু হবে সেই মিছিল। বাদ নেই কংগ্রেসও। রাহুল গান্ধী ইস্যুতে দুপুর ৩টে নাগাদ মৌলালি থেকে পার্ক সার্কাস মোড় পর্যন্ত হাঁটবেন কংগ্রেস নেতানেত্রীরা। তার জেরে গোটা শহরে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। লালবাজারের অনুমান, এদিন দুপুর থেকে এপিসি রোড ও ধর্মতলা চত্বরে যানজটের সম্ভাবনা রয়েছে। 
গোটা বিষয়কে মাথায় রেখেই আজ প্রচুর সংখ্যক ট্রাফিক পুলিস পথে নামাচ্ছে লালবাজার। শহিদ মিনার, রেড রোড, ধর্মতলা, লেনিন সরণি, শিয়ালদহ, মৌলালি চত্বরে উর্দিধারীদের পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি, সভা ও ধর্নামঞ্চের কাছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে লালবাজার। মুখ্যমন্ত্রীর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখানে থাকবেন একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার সুরক্ষায় থাকছেন অতিরিক্ত পুলিস কমিশনার ১, একজন যুগ্ম কমিশনার ও চারজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। পাশাপাশি, সেখানে ৫০০ জন পুলিস মজুত রাখা হবে। পুলিসের তরফে ৩০টি সিসি ক্যামেরার মাধ্যমে এই সভায় নজরদারি চালানো হবে। সেখানে প্রায় ৩৫ হাজার জনসমাগম হতে পারে বলে পুলিসের অনুমান। একইসঙ্গে, ডিএ মঞ্চের জন্য আলাদাভাবে একজন ডিসি পদমর্যাদার অফিসারকে মোতায়েন করছে লালবাজার।

29th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ