বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

এয়ারপোর্ট এলাকায় তরুণীকে ধর্ষণ
পুলিস কমিশনারের তত্ত্বাবধানে
তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এয়ারপোর্ট ২ নম্বর এলাকায় তরুণীকে ধর্ষণের ঘটনায় এবার বারাকপুর পুলিস কমিশনারের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনার ৪ মাস পরও অভিযুক্তকে গ্রেপ্তার না করা, নির্যাতিতার শারীরিক পরীক্ষা না করানো সহ তদন্তে একাধিক গাফিলতির কারণে বৃহস্পতিবারই আদালতের তিরস্কারের মুখে পড়েছিল দমদম থানার পুলিস। এদিন সেই তদন্তকারী অফিসারকেই সরিয়ে দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ঘটনার তদন্তে একজন অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনারকে নিয়োগ করতে হবে। কমিশনার নিজে গোটা বিষয়টি নজরদারি করবেন। 
গত বছর ২২ অক্টোবর চাকরির ইন্টারভিউয়ের নাম করে এয়ারপোর্ট ২ নম্বর এলাকায় একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় ৯ নভেম্বর দমদম থানায় অভিযোগ দায়ের হলেও তদন্তে অগ্রগতি হয়নি। পুলিস ওই গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ   উদ্ধার করতে করেনি। এমনই অভিযোগে পুলিসি নিষ্ক্রিয়তার মামলা দায়ের হয় হাইকোর্টে। একাধিক তদন্তকারী অফিসার বদল হলেও মামলার শুনানি পর্বে তদন্তে একাধিক খামতি উঠে আসে। এদিন বিচারপতি মান্থা তদন্ত প্রক্রিয়ায় অন্তত তিনটি বড় খামতির কথা উল্লেখ করেন। বিচারপতি জানান, অভিযুক্ত তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, তাই তাঁকে গ্রেপ্তার করে তাঁর শারীরিক নমুনা সংগ্রহ করা হয়নি। এটা হতে পারে না। নির্যাতিতার বয়ান সংগ্রহের ক্ষেত্রেও পুলিসের পদ্ধতিগত ত্রুটি রয়েছে। এছাড়াও অভিযুক্ত সেদিন ঘটনাস্থলে ছিলেন কি না, তা নিশ্চিত করতে অভিযুক্তের দেওয়া সিসিটিভি ফুটেজকেই মান্যতা দিয়েছে পুলিস। আদালত মনে করছে, এভাবে তদন্ত চলতে পারে না। এরপরই কমিশনারের তত্ত্বাবধানে একজন অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনারকে নিয়োগ করে ঘটনার তদন্তের নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি এক মাসের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত।  

25th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ