বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

৫ বছর পর ভাইকে ফিরে পেলেন দাদা
সৌজন্যে হ্যাম রেডিও

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাঁচ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া যুবককে বাড়ি ফেরাল হ্যাম রেডিও ক্লাব। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা আকাশকুমার দাস স্মৃতি হারিয়ে ভর্তি ছিলেন হাওড়া লিলুয়ায় মিশনারিজ অব চ্যারিটির নবজীবন হোমে।  হ্যাম রেডিওর উদ্যোগে খুঁজে পাওয়া গেল তার পরিবারকে।  বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। 
জানা গিয়েছে, ২০১৭ সালে আকাশকে পার্ক স্ট্রিটে রাস্তার ধার থেকে শীর্ণ অবস্থায় উদ্ধার করে মিশনারিজ অব চ্যারিটি। এরপর আকাশকে পাঠিয়ে দেওয়া হয় তাদের লিলুয়ার শাখা নবজীবনে। এতদিন সেখানেই ছিলেন আকাশ। শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হতেই আকাশকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেয় মিশনারিজ অব চ্যারিটি। তারা যোগাযোগ করে হ্যাম রেডিও সঙ্গে। ক্লাবের তরফে অম্বরীশ নাগবিশ্বাস বলেন, আমরা অনেকভাবে আকাশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তিনি সঠিকভাবে উত্তর দিতে পারছিলেন না। তবে কথাবার্তার মাঝে একটি সূত্র পাই। জানতে পারি ওঁর দাদা গড়িয়াহাটে ফুল বিক্রি করেন। এরপর আমরা গড়িয়াহাটে খোঁজ চালিয়ে আকাশের দাদা স্বর্ণেন্দুকে পাই। জানতে পারি ওঁরা সোনারপুরের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় ভাইকে। এদিকে, পাঁচ বছর পর ভাইকে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বর্ণেন্দু। অবাস্তব কাণ্ডই ঘটে গেল বাস্তবে– মন্তব্য তাঁর। ভাইকে ফিরে পেয়ে দাদা ধন্যবাদ জানিয়েছেন নবজীবন ও হ্যাম রেডিওকে।
 ভাই আকাশ নিয়ে বাড়ির পথে স্বর্ণেন্দু। -নিজস্ব চিত্র

17th     March,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ