বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

তিলজলায় পিটিয়ে খুন যুবককে,
গ্রেপ্তার চপ্পল কারখানার মালিক

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নৃশংস কায়দায় সাত সকালে কলকাতা শহরের বুকে পিটিয়ে খুন করা হল এক যুবককে। মৃতের নাম মিতেন্দ্র কুমার (৩৭)।  আদি বাড়ি  বিহারের ঔরঙ্গাবাদে। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তিলজলায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহম্মদ আকিব হোসেন নামে এক চপ্পল কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিস। প্রত্যক্ষদর্শীরা পুলিসকে জানায়, শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পঞ্চান্নগ্রাম অটো স্ট্যান্ডের কাছে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিলজলা থানার পুলিস অভিযুক্ত মহম্মদ আকিব হোসেনকে আটক করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, মিতেন্দ্র কুমার পেশায় লেবার সাপ্লায়ার। অন্যদিকে তপসিয়া বাঁশবাগানে মহম্মদ আকিব হোসেনের একটি চপ্পলের কারখানা রয়েছে। এই কারখানাতে লেবার জোগান দিয়েছিলেন মিতেন্দ্র, যা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ শুরু। মালিকের অভিযোগ, মিতেন্দ্রর জোগান দেওয়া লেবার অতি নিম্নমানের। তাঁরা চপ্পলের কারখানায় কাজ করার সময় চপ্পলের ‘ডাইস’ ভেঙে দিয়েছে। এতে তাঁর তিন থেকে চার লাখ টাকা ক্ষতি হয়েছে। 

29th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ