বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

মাঘ মাসেই উধাও শীত!
পশ্চিমীঝঞ্ঝার কারণে শহরে

বাড়ছে তাপমাত্রা

কলকাতা, ২৭ জানুয়ারি: ভরা মাঘেও বেড়েই চলেছে তাপমাত্রা। গতকাল, সরস্বতী পুজোর দিনে উধাও হয়ে গিয়েছিল ঠাণ্ডার আমেজ। আজ, শুক্রবারও সেই একই পরিস্থিতি। এদিন কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। অপরদিকে গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকালের তুলনায় এদিন শহরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। হাওয়া অফিসের দাবি, বঙ্গে শীতের দফারফার মূল কারণ হল পশ্চিমীঝঞ্ঝা। একের পর এক ঝঞ্ঝার কারণে বঙ্গে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সেই কারণেই শহর থেকে জেলায় বারবার উধাও হচ্ছে ঠাণ্ডার আমেজ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। তবে সকালের দিকে কুয়াশার দাপট কিছুটা ছিল। আজও রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই দেখা মিলেছে ঝলমলে রোদের।  

27th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ