কলকাতা

ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ
তুলে তদন্তের মুখে স্বয়ং বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করে নিজেই আয়কর বিভাগের তদন্তের সম্মুখীন হলেন মামলাকারী। ঘটনাটি তিলজলা থানার। ৭৮ বছরের বৃদ্ধ শেখ সিরাজ আলির অভিযোগ ছিল, তিন ছেলেকে সম্পত্তির অংশ বিলিয়ে দেওয়ার পরও অত্যাচার চালাচ্ছে তাঁরা। বয়ানে বৃদ্ধ উল্লেখ করেছেন, সম্প্রতি তিনি একটি সম্পত্তি বিক্রি করে ৮০ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই টাকার ৬০ শতাংশ তিনি ছেলেদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। থাকা, খাওয়া ও চিকিৎসার জন্য ১৮ লক্ষ টাকা রেখেছিলেন শেখ সিরাজ আলি। অভিযোগ, বাড়িতে ঢুকে আলমারি ভেঙে তাঁকে মারধর করে সেই টাকা ছিনিয়ে নিয়ে গিয়েছে ছেলেরা। পাশাপাশি আলমারিতে থাকা আট থেকে দশ ভরি সোনার গয়নাও খোয়া গিয়েছে বলে অভিযোগ বৃদ্ধর। পুলিসে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় শেষে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। 
বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে সমস্ত অভিযোগ তুলে ধরেন শেখ সিরাজ আলির আইনজীবী।  সম্পত্তি বিক্রির গোটা টাকা তিনি নগদে পেয়েছিলেন কি না জানতে চান বিচারপতি মান্থা। এবং কেনই বা তিনি ঘরে ১৮ লক্ষ টাকা রেখে দিয়েছিলেন তাও জানতে চান বিচারপতি। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি সিরাজ আলির আইনজীবী। উত্তরে তিনি জানান, খাওয়া দাওয়া ও চিকিৎসার জন্যই ওই নগদ অর্থ রাখা ছিল। এরপরই তিলজলা থানাকে গোটা ঘটনার তদন্তের নির্দেশের পাশাপাশি আয়কর বিভাগকে মামলাকারীর সম্পত্তির তথ্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। 
18Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা