বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বউদিকে খুনে অভিযুক্ত দেওর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিষ খাইয়ে বউদিকে খুনের অভিযোগ উঠল খুড়তুতো দেওরের বিরুদ্ধে। দেগঙ্গার শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের দৈবজ্ঞপোল গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম মমতা বারিক (৪৫)। মঙ্গলবার রাতে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, অভিযুক্ত দেওর পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত দেওর এসে কুপ্রস্তাব দিত মহিলাকে। গৃহবধূ রাজি না হওয়ায় তাঁকে আগেও একাধিকবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার সকালে অভিযুক্ত যুবক ফের গৃহবধূর বড়িতে গিয়ে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। কিন্তু তিনি রাজি না হওয়ায় জোর করে সে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। গৃহবধূকে প্রথমে 
বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

26th     January,   2023
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ