বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

চাকরির প্রস্তুতিতে ওয়েবসাইট
ও অ্যাপ নিয়ে এল রাইস গোষ্ঠী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতিতে পথপ্রদর্শক প্রতিষ্ঠান রাইস এবার নিয়ে এল নতুন অ্যাপ রাইসস্মার্ট। এর মাধ্যমে ডব্লুবিসিএস এবং পিএসসি, এসএসসি, রেল এবং ব্যাঙ্কিংয়ের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স করাবে প্রতিষ্ঠানটি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। একইসঙ্গে চালু হয়েছে ricesmart.in নামে একটি ওয়েবসাইটও। সেখানেও একই পরিষেবা মিলবে। করোনার জেরে ক্লাসরুম টিচিং যখন বন্ধ হয়ে রয়েছে, তখন যুগোপযোগী এই পদক্ষেপ করল সংস্থাটি। অনলাইন, অফলাইন এবং মিশ্র পদ্ধতিতে ক্লাস করাতে পারবে তারা। শুধুমাত্র অনলাইন মোডের কোর্সটিকে রাইসস্মার্ট প্রো, অফলাইনটিকে রাইস ক্লাসিক এবং মিশ্রিত কোর্সটিকে রাইস প্রিমিয়াম নাম দেওয়া হয়েছে।
রাইস গ্রুপের চেয়ারম্যান সমিত রায় জানান, রাইস তার নিজস্ব দক্ষতা বৃদ্ধির পদ্ধতি, পরীক্ষা নির্ভর পদ্ধতি, উন্নত স্টাডি মেটেরিয়াল, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মেলবন্ধনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যে শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে, তা অনলাইনেও বজায় থাকবে। গত ৩৬ বছরে প্রায় দেড় লক্ষ ছাত্রছাত্রী রাইস-এর মাধ্যমে সাফল্য পেয়েছেন। এদিন শহরের একটি পাঁচতারা হোটেলে এই অ্যাপ এবং ওয়েবসাইটের উদ্বোধন করেন শিল্প ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি রাইসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রাইস গ্রুপের সিইও চন্দন মজুমদার জানিয়েছেন, কোর্স ফি রাখা হয়েছে সাধারণের আয়ত্বের মধ্যে। অনলাইন পদ্ধতিতে আরও অনেক বেশি ছাত্রছাত্রী রাইসের সঙ্গে যুক্ত হতে পারবেন। -নিজস্ব চিত্র

17th     July,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ