Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

কাজের দিগন্ত খুলে
দেয় ইলেক্ট্রনিক সায়েন্স 

প্রসেনজিৎ রায়চৌধুরী : অনেকে জানেন, আবার অনেকে জানেন না ইলেক্ট্রনিক সায়েন্সের অতীত, বর্তমানের উপযোগিতা কিংবা ভবিষ্যতের অসীম সম্ভাবনার বিষয়টিকে।
বর্তমানে বিজ্ঞান বিভাগে যে যে বিষয়ে পড়াশোনার সুযোগ আছে ইলেক্ট্রনিক সায়েন্স তার মধ্যে একটি ‘লুকানো রত্ন’। আমাদের অনেকের জ্ঞানের সীমা-পরিসীমার বাইরে এই বিষয়ের অনেক অধ্যায়ই থেকে গিয়েছে। ইলেক্ট্রনিক্স বিষয়টি তখন সারা বিশ্বে একটি নতুন সম্ভাবনার সন্ধান দিচ্ছে ফলিত বিজ্ঞানের অংশ হিসাবে। যোগাযোগ, অটোমেশন, বিনোদন বিভিন্ন দিকে এর ব্যবহার ও ব্যাপ্তি বাড়ছে। সামান্য কিছু উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশ বুঝতে পারছে এর বিপুল বাজারকে।
গত শতাব্দীর আটের দশকে তৎকালীন তথ্যপ্রযুক্তি মন্ত্রক এ দেশকে কেবল তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী রাষ্ট্রের থেকে কিছুটা এগিয়ে নিয়ে যেতেই এই বিষয়ে গবেষণার উপর জোর দিয়েছিল। যার ফলশ্রুতি, ১৯৮৪ সালে সরকারের উদ্যোগকে বাস্তবায়িত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের মাত্র চারটি বিশ্ববিদ্যালয়কে ইলেক্ট্রনিক সায়েন্স বিষয়টি স্নাতকোত্তর বিষয় হিসাবে পড়ানোর সুযোগ দেয়। এই চারটি বিশ্ববিদ্যালয় ছিল— দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ও পুনে বিশ্ববিদ্যালয়। মনে রাখতে হবে বিষয়টি কিন্তু বিজ্ঞানের বিষয় হিসেবে চালু করা হয়, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় হিসাবে নয়। কারণ, তার আগে থেকেই এ দেশে বহু সংস্থাতেই ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হয়ে গিয়েছিল।
এবার প্রশ্ন আসতে বাধ্য, পার্থক্য কী আছে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক সায়েন্স-এর মধ্যে? কেনই বা আলাদা করে চালু করা হয়েছিল এই বিষয়টিকে? ইঞ্জিনিয়ারিংয়ে বিষয়টির ব্যবহারিক দিক আলোচিত হতো। যে তত্ত্ব ছিল তার উপযোগিতা বিচার করে সফলভাবে ব্যবহার করা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষ্য। কিন্তু ইলেক্ট্রনিক্সের পিছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক তথ্যগুলোকে তুলে আনা, নতুন নতুন তথ্য সৃষ্টি করে তার ভিত্তিতে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং স্বদেশি পেটেন্ট করে দেশকে বাণিজ্যিকভাবেও এগিয়ে দেওয়ার পথ তৈরি করাই ছিল এই বিষয়ের লক্ষ্য। ডিউক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হেনরি পেট্রোসিক এক রচনাতে বলেন, ‘Engineering is not Science.’ কোনও বিষয়কে ছোট বা বড় করতে নয়, বাস্তবতার ধারণা দিতে তিনি এই কথা বলেছিলেন। যাই হোক, ইলেক্ট্রনিক সায়েন্স কেন ইঞ্জিনিয়ারিং নয় এবং এর মূল উদ্দেশ্য যে কী সেটা মনে হয় পাঠকের কাছে কিছুটা পরিষ্কার হয়েছে।
১৯৮৪ সালে স্নাতকোত্তরে সামান্য কয়েকটি আসনে ইলেক্ট্রনিক সায়েন্স পড়ানো শুরু হয়। একটু খেয়াল করবেন— বিষয় ভিত্তিক নামটা কিন্তু ইলেক্ট্রনিক সায়েন্স থেকে ইলেক্ট্রনিক্স-এ বদলে গেল। যাঁরা বিএসসি ইলেক্ট্রনিক্স নিয়ে পাশ করলেন তাঁরা কিন্তু চাকরিরও বেশি সুযোগ পেলেন। ফলে রাজ্য সরকার ১৯৯৬-এ বিএসসি অনার্সেও বিষয়টি সংযুক্তি করল। নতুন বিষয় পাশাপাশি প্রচারের অভাব কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যাকে প্রভাবিত করতে পারল না। প্রচুর ভালো পড়ুয়ারা বিষয়টি পড়তে চলে আসেন।
২০০০-’০১ সালের আগে পর্যন্ত গোটা দেশে তথা আমাদের রাজ্যে যথেষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল না। এর ফলে বহু ইলেক্ট্রনিক্স নিয়ে স্নাতক ছাত্রছাত্রী চাকরি পেতেন ইঞ্জিনিয়ার হিসাবে। এমএসসি পাশ করা ছাত্রছাত্রীরা তো উচ্চপদেই আসীন হতেন। কিন্তু যখন সারা বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিল, তখন পুরো ব্যাপারটায় ছন্দপতন হল। চাহিদার তুলনায় অনেক বেশি ইঞ্জিনিয়ারদের জোগান এসে গেল।
ইলেক্ট্রনিক্স বিএসসির মূল উদ্দেশ্য কিন্তু কখনওই চাপা পড়ে যায়নি। এবার একটু আলোচনা করা যাক কী কী সুযোগ আছে এই বিষয়ের স্নাতকদের জন্য—
 বিএসসি পাশ করে ইলেক্ট্রনিক সায়েন্সে এমএসসি করে বিভিন্ন পথ খুলে যেতে পারে। সঙ্গে সঙ্গে এমসিএ এবং আরও কিছু ফলিত বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে।
 অন্য যে কোনও বিষয়ের মতো স্নাতকস্তরের সমস্ত সরকারি, আধা সরকারি, ব্যাঙ্ক ইত্যাদির পরীক্ষা দেওয়া যায়। বহু ছাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে আজ প্রতিষ্ঠিত।
 এই বিষয়ের ছাত্রদের দেশে-বিদেশে এমএসসি এবং ইন্টিগ্রেটেড পিএইচডি-র সুযোগ অন্যদের তুলনায় বেশি।
 ম্যানেজমেন্টের কোর্স করে কিংবা এমবিএ-ও করা যায়।
 বড় বড় শিল্পে সিস্টেম অ্যানালিস্ট বা সহযোগী হিসেবে কাজের সুযোগ রয়েছে।
 প্রতিবছর বহুজাতিক কোম্পানিগুলিও ক্যাম্পাস ইন্টারভিউের মাধ্যমে পড়ুয়াদের কাজে বহাল করে।
 কয়েকবছর ধরে বিএসএনএলের টিটিএ পদে এবং রেলের বিভিন্ন টেকনিক্যাল পদে বিএসসি ইলেক্ট্রনিক্সদের নেওয়া হচ্ছে।
এবার এমএসসি ইলেক্ট্রনিক সায়েন্স পড়ে কী কী সুযোগ আছে দেখা যাক—
 নেট বা সেট/ স্লেট পরীক্ষা দিয়ে ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পাওয়া যায়।
 গেট পরীক্ষা দিয়ে দেশের সেরা আইআইটি, এনআইটি কিংবা বিখ্যাত শিক্ষাকেন্দ্রগুলিতে এমটেক / এমই পড়ার সুযোগ থাকে যেমন, তেমনই গেট স্কোরের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাকেন্দ্রে গবেষণার সুযোগ থাকে।
 ডিআরডিও, ইসরো সহ বিভিন্ন কেন্দ্রে বৈজ্ঞানিক পদে কাজের সুযোগ রয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে চন্দ্রযান উৎক্ষেপণের পর যে বাঙালির নাম মিডিয়ার সামনে উঠে এসেছিল, তিনি এই বৈদ্যুতিন বিজ্ঞান অর্থাৎ ইলেক্ট্রনিক সায়েন্সেরই প্রাক্তনী।
 বিএসএনএলের জিটিও, রেলের উচ্চপদ, কেন্দ্রীয় সরকারের বিশেষ ক্যাবিনেট সচিব পদে এই বিষয়ের এমএসসিদেরই নির্দিষ্ট করে চাকরির সুযোগ থাকে।
 সরকারি-বেসরকারি ডিপ্লোমা বা ডিগ্রি কলেজে পড়ানোর ছাড়পত্রও আছে এই বিষয়ের স্নাতকোত্তর পড়ুয়াদের। স্কুল সার্ভিসেও বর্তমানে এই বিষয়ের এমএসসিরা পদার্থবিজ্ঞানের সহ-শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন।
 মেডিক্যাল টেকনোলজি ও ইনস্ট্রুমেন্টেশন এই বিষয়ের ছাত্রছাত্রীদের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
 দেশে-বিদেশে বিখ্যাত বহুজাতিক কোম্পানিতে আর অ্যান্ড ডি-র কাজে এই বিষয়ের পড়ুয়াদের সাফল্য অন্য যে কোনও বিষয়ের ছাত্রছাত্রীদের কাছে ঈর্ষনীয়।
বিষয়টি কোথায় পড়ার সুযোগ আছে তা জানা প্রয়োজন—
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে স্নাতকস্তরে ইলেক্ট্রনিক সায়েন্স পড়ানো হয়। এছাড়া স্বনির্ভর মেদিনীপুর কলেজেও বিষয়টি পড়ানো হয়।
স্নাতকোত্তরস্তরে পড়ার জন্য কলকাতা, বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাদবপুর ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্যতম।
রাজ্যের বাইরেও প্রায় সমস্ত রাজ্যে এই বিষয়টি বিএসসি কিংবা এমএসসি স্তরে পড়ানো হয়।
(লেখক: আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) 
17th  February, 2020
সাফল্যের চাবিকাঠি যখন বায়োকেমিস্ট্রি 

বর্ণালী ঘোষ: জীবন্ত কলা-কোষের রাসায়নিক যে ক্রিয়া চলে সেটা নিয়ে আলোচনা করে বায়োকেমিস্ট্রি। এটি প্রধানত ল্যাবরেটরি ভিত্তিক বিজ্ঞান। যেখানে কেমিস্ট্রির জ্ঞান এবং টেকনিক ব্যবহার করে জৈবিক সমস্যার সমাধান করা হয়।  
বিশদ

16th  March, 2020
স্কুলে স্কুলে বাড়ছে কাউন্সেলরদের চাহিদা 

শৌণক সুর: কাউন্সেলিং বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইঞ্জিনিয়ারিং কলেজের কথা। জয়েন্ট দিয়ে র‌্যাঙ্ক করার পর কলেজে ভর্তি হওয়ার আগে ছাত্র-ছাত্রীরা যাদের মুখোমুখি হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মূলত তারাই কাউন্সেলর।  
বিশদ

16th  March, 2020
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড
হিয়ারিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ 

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের স্বশাসিত প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং, কর্ণাটক বিভিন্ন বিষয়ে ভর্তি নিচ্ছে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে ১৯ মে।  
বিশদ

16th  March, 2020
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর কোর্স 

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছে। 
বিশদ

16th  March, 2020
রুরাল ম্যানেজমেন্টে এমবিএ 

ডাঃ রাজেন্দ্রপ্রসাদ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, পুসার স্কুল অব এগ্রি বিজনেস অ্যান্ড রুরাল ম্যানেজমেন্ট থেকে ২০২০-’২১ শিক্ষাবর্ষে করে নেওয়া যাবে রুরাল ম্যানেজমেন্টে এমবিএ। আবেদন করার শেষ তারিখ ৩১ মে।  
বিশদ

16th  March, 2020
ড্রামাটিক আর্টস কোর্স 

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতিমন্ত্রকের স্বশাসিত সংস্থা ন্যাশনাল স্কুল অব ড্রামার সিকিমের গ্যাংটক সেন্টার থেকে পড়ানো হবে ড্রামাটিক আর্টসের উপর এক বছরের আবাসিক সার্টিফিকেট কোর্স। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল। 
বিশদ

16th  March, 2020
পড়ার বিষয় যখন সোশ্যাল ওয়ার্ক 

কৌশানী মিত্র: সাম্প্রতিক সময়ে বিজ্ঞানের নানা জানলা খুলে যেতে দেখছি আমরা। সেখানে ঢুকেছে বিজ্ঞানের অনেক খুঁটিনাটি বিষয়ক জ্ঞান। ডেটা সায়েন্স থেকে শুরু করে তা পাড়ি জমিয়েছে এথিক্যাল হ্যাকিং-এর দিকে।  বিশদ

02nd  March, 2020
ভাষার হাত ধরেই মিলবে পেশার খোঁজ 

শৌণক সুর: মাতৃদুগ্ধ ছাড়া শিশুর সার্থক বিকাশ যেমন সম্ভব নয়, তেমনই মাতৃভাষা ছাড়া যথার্থ শিক্ষা অসম্পূর্ণ। একটি জাতির সর্বাঙ্গীন ইতিহাস, প্রগতি শুধুমাত্র ভাষাই যুগ যুগ ধরে বয়ে নিয়ে যেতে পারে। নিজের মধ্যে ভাবের আদান-প্রদান তো বটেই পাশাপাশি সমগ্র একটি জাতির আদব-কায়দা, ভালো-মন্দের ইতিহাসও রচিত হয় ভাষার মাধ্যমেই।  বিশদ

02nd  March, 2020
গ্রিন এনার্জি নিয়ে আলোচনাসভা 

‘গ্রিন এনার্জি’ নিয়ে সচেতনতা প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়ায় জিআইএস গ্রুপের অন্যতম প্রধান কলেজ গুরু নানক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিএনআইটি)-কে পুরস্কার দিল সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া (এসইএসআই)।  
বিশদ

24th  February, 2020
জেইএনপিএএস-পিজি ২০২০ 

২০২০-২০২১ অ্যাকাডেমিক সেশনে জেইএনপিএএস পরীক্ষার তারিখ জানানো হয়েছে। পরীক্ষা নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে ১২ জুলাই ২০২০। এই কমন এন্ট্রাসের আবেদন নেওয়া হবে ১৪ এপ্রিল থেকে ৭ মে ২০২০ পর্যন্ত।  
বিশদ

24th  February, 2020
চাকরির পথ দেখাবে প্লাস্টিক টেকনোলজির কোর্স 

শৌণক সুর: প্লাস্টিক একটি যুগান্তকারী আবিষ্কার হলেও বর্তমানে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বে দূষণের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিকের ব্যবহার। বাজার করতে হলে প্লাস্টিকের ব্যাগ, মিষ্টির প্যাকেটও প্লাস্টিকের। জলের বোতল, দুধের প্যাকেট, এমনকী খাবার থালা-বাটি-গ্লাসও প্লাস্টিকের। দৈনন্দিন জীবনের একেবারে গভীরে ঢুকে গিয়েছে এর ব্যবহার। 
বিশদ

24th  February, 2020
ভবিষ্যতে প্রতিষ্ঠা পেতে এমবিএ 

বর্ণালী ঘোষ: এ রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার সুযোগ রয়েছে। এমবিএ করার জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়। তাছাড়াও সর্বভারতীয় পরীক্ষাগুলির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এমবিএ এবং পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম) পড়ে নেওয়া যায়। 
বিশদ

24th  February, 2020
দ্বাদশে বিজ্ঞান থাকলে চাকরিতে
একটু অগ্রাধিকার পাওয়া যায়

 কৌলিক ঘোষ: অনেকেই ভেবে নেন যে, একাদশ-দ্বাদশে যাদের বিজ্ঞান ছিল তারা নির্ঘাৎ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে এবং সেইমতো প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নেবে প্রথম সারির কোনও কোচিং সেন্টার থেকে। এই ভাবনা কিন্তু মোটেই ঠিক নয়।
বিশদ

23rd  February, 2020
 কেরিয়ারের চোখা কথা

  সাধ আছে কিন্তু সাধ্য নেই। শিক্ষার ক্ষেত্রে এটাকে বলা যায় সাধ আছে কিন্তু মেধা নেই। কিন্তু অভিভাবকরা এটা তো কখনওই মানবেন না। কম নম্বর পেলে বলে বেড়াবেন খাতা দেখা হয়নি।
বিশদ

23rd  February, 2020
একনজরে
ভিসা ও অন্যান্য নথির মেয়াদ ফুরনোয় সৌদি আরবে এখন জেলবন্দি রয়েছেন প্রায় ৪৫০ জন ভারতীয়। তার মধ্যে অনেকেই এই বাংলার আদি বাসিন্দা। ...

 বাড়িতে বসে কাজ করলে আইটি কর্মচারীদের পেট চলবে। কিন্তু, স্টল বন্ধ রাখলে আমরা খাব কী! সল্টলেক সেক্টর ফাইভের এক ফুড স্টলের মালিক অনন্ত জানা আক্ষেপের ...

অযোধ্যার রেশ এসে পড়ল রাজারহাটের নারায়ণপুরে। রামপুজোর প্রস্তুতি ঘিরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ...

অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানের রং লাগল সুদূর আমেরিকাতেও। সেখানকার ভারতীয় বংশোদ্ভূতরা রামমন্দিরের একটি ডিজিটাল ছবি নিয়ে ট্যাবলো সাজিয়ে রীতিমতো শহর পরিক্রমা করলেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

হিরোশিমা দিবস
১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫-হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ৯৬.৪৬ টাকা ৯৯.৮৭ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৭০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  August, 2020

দিন পঞ্জিকা

২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া ৪৭/৩৪ রাত্রি ১২/১৫। শতভিষানক্ষত্র ১৫/১১ দিবা ১১/১৮। সূর্যোদয় ৫/১৩/৪৮, সূর্যাস্ত ৬/১১/৬। অমৃতযোগ দিবা ১২/৪৮ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৭ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৯ মধ্যে। বারবেলা ২/৫৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া রাত্রি ১১/২। শতভিষানক্ষত্র দিবা ১১/২১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে ও ১০/২৩ গতে ১২/৫৫ মধ্যে। কালবেলা ২/৫৯ গতে ৬/১৪ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/৬ মধ্যে।
১৫ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: ব্যবসায় উন্নতির যোগ আছে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
হিরোশিমা দিবস১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, ...বিশদ

07:03:20 PM

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৫৪
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৫৪ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:56:34 PM

  সুশান্ত মামলা: ৭ জনের নামে এফআইআর দায়ের করল সিবিআই
সুশান্ত সিং মৃত্যু মামলায় সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৭ জনের ...বিশদ

08:40:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৬৮৪ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬৮৪ জন। ...বিশদ

07:27:06 PM

উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৪,৬৫৮ 
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৬৫৮ জন। মৃত্যু ...বিশদ

07:04:04 PM