আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা থাকলে মাধ্যমিক পরীক্ষা পাশ করে পরীক্ষায় বসা যায়। এরাজ্যের প্রায় ১৫৬টি পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। অনেক সময় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না। সেক্ষেত্রে ডিপ্লোমা শেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স করে নেওয়ার সুযোগ মেলে। সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্স ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বছরে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যায়। কারিগরি শিক্ষা সরকারি উদ্যোগ হওয়ায় খরচও কম হয়। চাহিদা থাকার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এই ডিপ্লোমা কোর্সটির স্বীকৃতি দেয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এ রাজ্যের পলিটেকনিক কলেজে ভর্তি জন্য মাধ্যমিকের পর পলিটেকনিক এন্ট্রান্স টেস্ট বা জেক্সপো দিতে হয়। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের স্বীকৃত ১০+২ স্তরে ভোকেশনাল বিষয়ে উত্তীর্ণ হলে ভিওসিএলইটি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া যায়। ভোকেশনাল বিষয়গুলি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল হতে হবে। এই পরীক্ষার মাধ্যমে তিন বছরের পলিটেকনিকের দ্বিতীয় বছরে সরাসরি ভর্তি হওয়া যায়।
পলিটেকনিক ইঞ্জিনিয়ার হয়ে জেএলইটি পরীক্ষা দিয়ে ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হওয়া যায়।
পলিটেকনিক পাশ করে সরকারি কাজের মধ্যে রোড অর্গানাইজেশন, পিডব্লুডি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট সহ অনেকগুলি ডিপার্টমেন্টে কাজ পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও বেশ কিছু বেসরকারি সংস্থাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ দেয়।
পলিটেকনিকগুলিতে যেসব বিষয় পড়ানো হয় তার মধ্যে রয়েছে-
১) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
২) এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং
৩) আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং
৪) সিভিল ইঞ্জিনিয়ারিং
৫) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
৬) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
৭) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
৮) কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি
৯) প্রিন্টিং টেকনোলজি
১০) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
১১) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
১২) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল)
১৩) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
১৪) ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
১৫) ইলেক্ট্রিক্যাল পাওয়ার সিস্টেম
১৬) ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
১৭) ফুড প্রসেসিং টেকনোলজি
১৮) ফুট ওয়্যার টেকনোলজি
১৯) জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অ্যান্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম
২০) ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং
২১) ইন্টেরিওর ডিজাইন
২২)ইনফরমেশন টেকনোলজি
২৩) লেদার গুডস টেকনোলজি
২৪) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
২৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রোডাকশন)
২৬) মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং
২৭) মাইনিং ইঞ্জিনিয়ারিং
২৮) মাইন সার্ভেইং
২৯) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি
৩০) মাল্টি মিডিয়া টেকনোলজি
৩১) ফোটোগ্রাফি
৩২) প্যাকেজিং টেকনোলজি
৩৩) রিনিওবেল এনার্জি
৩৪) সার্ভে ইঞ্জিনিয়ারিং